For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজই বাড়িতে আসেন শীলভদ্র দত্ত, বিজেপি নেতা মুকুল রায়ের দাবি ঘিরে নতুন করে চড়ছে জল্পনার পারদ

রোজই বাড়িতে আসেন শীলভদ্র দত্ত, বিজেপি নেতা মুকুল রায়ের দাবি ঘিরে নতুন করে চড়ছে জল্পনার পারদ

Google Oneindia Bengali News

বিজেপির সর্ব- ভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে যান ব্যরাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্ত। খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক জল্পনা নতুন মাত্রা পেয়েছে। মুকুল রায় দাবি করেছেন প্রতিদিনই তৃণমূল কংগ্রেস বিধায়ক তাঁর বাড়িতে আসেন। তারপরেই আরও জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দুর মতোই প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ব্যরাকপুরের বিধায়ক। ভোটে তিনি এবার প্রার্থী হবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

মুকুলের বাড়িতে শীলভদ্র

মুকুলের বাড়িতে শীলভদ্র

বিজেপি নেতা মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে নাকি প্রায় যান ব্যারাকপুরের বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্ত। নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সেকথা জানিয়েছেন বিজেপি নেতা। যদিও প্রকাশ্যে দুই নেতাকে একসঙ্গে দেখা যায়নি। তবে মুকুলের এই দাবির পর নতুন করে জল্পনা পারদ চড়েছে। কারণ গত কয়েক মাস ধরেই বিদ্রোহের সুর শোনা যাচ্ছে ব্যারাকপুরের বিধায়কের কণ্ঠে।

বিদ্রোহী মুকুল

বিদ্রোহী মুকুল

তাহলে কী মিহিরের পথেই পা বাড়াতে চলেছেন শীলভদ্র দত্ত। কারণ মিহিরের পরে তিনিই প্রথম প্রশান্ত কিশোরের দলে হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রকাশ্যে। তারপরেই একাধিক সমাবেশে নিজের ক্ষোভের কথা প্রকাশ করেছিলেন তিনি। মিহির বিদ্রোহ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কি সেই পথেই এগোচ্ছেন মুকুল রায় জল্পনার পারদ ছড়াচ্ছে দাবানলের মতো। এদিকে শুভেন্দুর সঙ্গেও দলের দূরত্ব বাড়তে শুরু করেছে। কিন্তু এখন দল ছাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি শুভেন্দু অধিকারী।

প্রার্থী হতে চান না শীলভদ্র

প্রার্থী হতে চান না শীলভদ্র

দলের প্রতি একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শীলভদ্র দত্ত। তাঁর মান ভঞ্জনে প্রশান্ত কিশোরের টিম গিয়েছিল ব্যারাকপুরের বাড়িতে। তাতে আরও ক্ষুব্ধ শীলভদ্র জানিয়েছিলেন দলের কেউ এলে ভালো লাগত। তার পরেই তাঁর বাড়িতে যান জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু মান ভাঙাতে পারেননি শীলভদ্রের। ভোটে প্রার্থী না হওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি।

তৃণমূলের শেষ শুরু

তৃণমূলের শেষ শুরু

বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন তৃণমূলের শেষ শুরু হয়ে গিয়েছে। পার্টিটার আর কিছু নেই। তিনি তৃণমূল ছাড়ার পরই সেকথা জানিয়েছিলেন। কয়েকদিব আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভকেও প্রকাশ্যে মান্যতা িদয়েছিলেন মুকুল রায়। রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন দলে স্তাবকরাই গুরুত্বপূর্ণ পদ পান। তাতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়।

সিএএ লাগুর দাবিতে চিঠি প্রাক্তনীর! একমাস পর অন্য বিবৃতি দিতে পারেন মমতা ঘনিষ্ঠ মন্ত্রী, বিজেপির কথায় জল্পনাসিএএ লাগুর দাবিতে চিঠি প্রাক্তনীর! একমাস পর অন্য বিবৃতি দিতে পারেন মমতা ঘনিষ্ঠ মন্ত্রী, বিজেপির কথায় জল্পনা

English summary
TMC MLA Shilbhadra Dutta at BJP leader Mukul Roy home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X