অমিত শাহ আসার আগেই দাদার অনুগামীদের পোস্টারে তৃণমূল বিধায়কের ছবি, দলবদলের জল্পনা তুঙ্গে
বিদ্রোহী হয়েছেন তিনি। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলে বেসুরোদের তালিকায় নাম লিখিয়েছেন উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার সকালে তাঁর ছবি দিয়ে পোস্টার দিয়েছে দাদার অনুগামীরা। উত্তর পাড়া জুড়ে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখা গিয়েছেন প্রবীর ঘোষালের ছবি দেওয়া দাদার অনুগামীদের পোস্টার। তারপরেই তৃণমূল বিধায়ের বিজেপিতে যোগদানের জল্পনা চড়তে শুরু করেছে। তাহলে এবার অমিত শাহের সফরকালে ফের বড় ভাঙনের মুখে পড়তে চলেছে শাসক দল। এমনই জল্পনা মাথা চারা দিয়েছে।

তৃণমূল বিধায়কের নামে পোস্টার
ফের সক্রিয় হয়ে উঠেছেন দাদার অনুগামীরা। উত্তর পাড়ায় তৃণমূল কংগ্রেসের বসুরো বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে পোস্টার দিয়েছেন তাঁরা। উত্তরপাড়া শহর জুড়ে রাস্তার মোড়ে মোড়ে দেখা গিেয়ছে প্রবীর ঘোষালের ছবি দেওয়া বিশাল বিশাল হোর্ডিং। নীচে লেখা দাদার অনুগামী। শুভেন্দু অনুগামীরাই দাদার অনুগামী নামের ব্যনারে কাজ করে চলেছে রাজ্যে। তাই প্রবীর ঘোষালেন ছবি দিয়ে দাদার অনুগামীদের পোস্টারে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিয়েছে। পোস্টারের পিছনে আবার রয়েছে গেরুয়া রং।

বেসুরো প্রবীর ঘোষাল
পুরশুড়ায় মমতার সভার দিন েথকেই সুর বদলাতে শুরু করেছিলেন উত্তর পাড়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রবীর ঘোষাল। তিিন উপস্থিত ছিলেন না মমতার সভায়। অভিযোগ করেছিলেন তাঁকে আমন্ত্রণ করা হয়নি তাই তিনি যাননি। তার পরেই প্রকাশ্যে দলের অনুশাসন নিয়ে মুখ খোলেন তিনি। প্রবীর ঘোষাল অভিযোগ করেছিলেন দলে দলনেত্রীর কথা কেউ শুনছে না। তাঁর নির্দেশকে অমান্য করা হচ্ছে। এমন অভিযোগ আগের অনেক দলত্যাগী বিধায়কই করেছেন। প্রবীর ঘোষাল প্রথম নন। মিহির গোস্বামী নিজেও এমন অভিযোগ করেছিলেন।

অমিত শাহের কাছেই কি যোগদান
প্রবীর ঘোষাল বেসুরো হওয়ার পরেই দল তাঁকে শো কজ করে। এদিকে অমিত শাহের বাংলা সফরের সময় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর শোনা যাচ্ছে। লেই তালিকায় প্রবীর ঘোষালও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুরশুরায় অবশ্য মমতা বিদ্রোহীদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যাঁরা যেতে চান এখনই চলে যান। একবার বিজেিপতে গেলে আর তৃণমূল ফিরিয়ে নেবে না।

কারা কারা বিজেপিতে
অমিত শাহের বাংলা সফরে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে দাবি করা হয়েছে। সেই তালিকার শীর্ষেই রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই রয়েছে অপরূপা পোদ্দার, বৈশালী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লা, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম। বিদ্রোহী বৈশালীকে যদিও বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীরতন শুক্লা এখনও বিজেপিতে যোগদানের কোনও ইঙ্গিত দেননি। তবে রাজনৈতিক দিক থেকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। বিদ্রোহী রাজীবও।
মমতার সঙ্গে জোটের হাত ধরে তেজস্বীদের ফোকাস বাংলার ভোট! অভিষেকের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক পাখির চোখ