For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও! করোনা আক্রান্ত হয়ে প্রয়াত আরও এক বিদায়ী বিধায়ক

ক্রমশ ভয়াবহ হচ্ছে বাংলার করোনা পরিস্থিতি। সংক্রমণের সঙ্গেই বাংলায় বাড়ছে মৃতের হারও। গত ২৪ ঘন্টায় ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্রমশ ভয়াবহ হচ্ছে বাংলার করোনা পরিস্থিতি। সংক্রমণের সঙ্গেই বাংলায় বাড়ছে মৃতের হারও। গত

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ ভয়াবহ হচ্ছে বাংলার করোনা পরিস্থিতি। সংক্রমণের সঙ্গেই বাংলায় বাড়ছে মৃতের হারও। গত ২৪ ঘন্টায় ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভোট বাংলায় করোনা আক্রান্ত হতে হচ্ছে শাসক-বিরোধী দলের প্রার্থীদেরও। গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের শান্তনু সেন। আক্রান্ত হয়েছেন বিজেপিরও কয়েকজন প্রার্থী।

শুধু তাই নয়। মৃতের তালিকাতে প্রত্যেকদিনই যুক্ত হচ্ছে কোনও না কোনও রাজনীতিবিদ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক বিধায়কেরও।

আরও একজন বিদায়ী বিধায়কের মৃত্যু

আরও একজন বিদায়ী বিধায়কের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে আরও একজন বিদায়ী বিধায়কের মৃত্যু। বারুইপুর পূর্বের ২ বারের তৃণমূল বিধায়ক নির্মল মণ্ডলের মৃত্যু হল। গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এই অবস্থায় আজ শুক্রবার এমআর বাঙুর হাসপাতালে মৃত্যু হল তাঁর। আব্দুর রহমান, গৌরীশঙ্কর দত্তের পরে আর একজন বিদায়ী বিধায়ক করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিকমহলে।

বয়সজনিত কারণে তাঁকে প্রার্থী করেনি দল

বয়সজনিত কারণে তাঁকে প্রার্থী করেনি দল

দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন নির্মল মণ্ডল। এরপর ২০১১ থেকে বারুইপুর পূর্বের বিধায়ক ছিলেন নির্মল মণ্ডল। , কিন্তু এবার বয়সজনিত কারণে তাঁকে প্রার্থী করেনি দল। জানা গিয়েছে, বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

প্রয়াত নদিয়ার তেহট্টের বিদায়ী বিধায়ক

প্রয়াত নদিয়ার তেহট্টের বিদায়ী বিধায়ক

একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু হচ্ছে। মারা যাচ্ছেন প্রার্থীরাও। গত কয়েকদিন আগেও করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন নদিয়ার তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরিশঙ্কর দত্ত। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭০। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত বুধবার সন্ধ্যায় তিনি সেখানেই মারা যান। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। কিন্তু এবার তাঁকে দল প্রার্থী করেনি। তাই বিজেপিতে যোগ দেন।

মৃত্যু হয় কাজল সিনহার

মৃত্যু হয় কাজল সিনহার

গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। সেই ঘটনায় কমিশনের দিকেই আঙুল তোলে তৃণমূল। এই ঘটনার পরেই মমতা বন্দ্যপাধায় বলেন, নির্বাচন কমিশন জেদ করে আট দফা ভোট করাল বাংলায়। মানুষ মেরে কি লাভ? প্রশ্ন তোলেন মমতা। অন্যদিকে, বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছেন প্রার্থী কাজল সিনহার স্ত্রী। তাঁর দাবি, স্বামীর মৃত্যুর জন্যে দায়ী নির্বাচন কমিশনই।

একনজরে করোনা আক্রান্ত সংখ্যা

একনজরে করোনা আক্রান্ত সংখ্যা

সারা দেশের মতো এ রাজ্যেও অব্যাহত করোনার চোখরাঙানি। ফের করোনা সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। এক্ষেত্রে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে ফের রেকর্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতাতেই ১ দিনে আক্রান্ত ৩ হাজার ৯০১ জন। উত্তর ২৪ পরগনায় ১ দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯১২ জন। সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু কলকাতায়। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, সামান্য কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। অ্যাক্টিভ কেস বাড়ল ৪ হাজার ৪২৯।

English summary
tmc mla of baruipur east nirmal mandal died of covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X