For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছাড়ার আগে শক্তি যাচাই করতে চাইছেন বিধায়ক! জল্পনা পারদ চড়ছে ক্রমশ

কয়েকদিন আগেই তৃণমূলের বিধায়ক ফলাও করে বলেছিলেন তিনি এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চান না। কেননা তিনি দাঁড়ালে তৃণমূলই তাঁকে হারিয়ে দেবে।

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই তৃণমূলের বিধায়ক ফলাও করে বলেছিলেন তিনি এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চান না। কেননা তিনি দাঁড়ালে তৃণমূলই তাঁকে হারিয়ে দেবে। তখন থেকেই সংশয় তৈরি হয়েছিল, তবে কি তৃণমূল বিধায়ক এবার রাজনৈতিক রং পরিবর্তন করতে চলেছেন ফের? সেই সম্ভাবনায় তৈরি হয়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

ফেসবুক ওয়ালে পোস্ট, জল্পনা তুঙ্গে

ফেসবুক ওয়ালে পোস্ট, জল্পনা তুঙ্গে

নিজেই বিধানসভায় তৃণমূলের টিকিটে আর না দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। এরপর তাঁরই ঘনিষ্ঠ নেতা জয়দীপ ঘোষ তাঁর নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন একটি ছাত্রযুব কনভেনশনের পোস্টার। সেখানে লেখা- যাঁরা উদয়ন গুহকে ভালোবাসেন, তাঁর হাত শক্ত করতে চান, তাঁরা রবিবার এই সমাবেশে যোগদান করুন।

তৃণমূলের কোনও নাম নেই, কোনও রঙও নেই!

তৃণমূলের কোনও নাম নেই, কোনও রঙও নেই!

দিনহাটায় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে ছাত্রযুব কনভেনশন উপস্থিত হওয়ার আহ্বানের পাশাপাশি ওই পোস্টারে আরও লেখা উদয়ন গুহের অনুপ্রেরণায় এই কনভেনশন। সেখানে তৃণমূলের কোনও নাম নেই, কোনও লোগো নেই, কোনও রঙও নেই। তাতেই জল্পনার পারদ চড়েছে।

তৃণমূলের উল্টো পথে হাঁটছেন বিধায়ক

তৃণমূলের উল্টো পথে হাঁটছেন বিধায়ক

দি্নহাটায় রাজনৈতিক পরিস্থিতি আরও সরগরম হয়ে উঠেছে এই পোস্টারকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেস যখন ২০২১ যুদ্ধ জয়ের লক্ষ্যে এখন থেকেই কর্মসূচি শুরু করে দিয়েছে। তখন দলীয় ব্যানার ছাড়া এমন ছাত্র-যুব কনভেনশনের ডাক দেওয়ার অর্থ কী! এখন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল ছাড়ার আগে শক্তি যাচাই

তৃণমূল ছাড়ার আগে শক্তি যাচাই

এমন কথা নিয়েও চর্চা শুরু হয়েছে, তবে কি এই ঘটনা তৃণমূল ছাড়ার ইঙ্গিত উদয়ন গুহের? তৃণমূল ছাড়ার আগে তিনি ছাত্র-যুব কনভেনশন করে তাঁর সঙ্গে কারা আছেন, কতজন আছেন যাচাই করে নিতে চাইছেন। বা তাঁর শক্তি দেখাতে চাইছেন। উদয়নবাবু জানিয়েছেন, দলের বাইরে ছাত্র-যুব কনভেনশন হতেই পারে। কিন্তু তিনি কোনও ডাক পাননি।

English summary
TMC MLA is in speculation to leave party before 2021 Assembly Election. A facebook post increases speculation at Coochbehar politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X