For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘার পথে স্বল্পে রক্ষা, প্রতিবাদী হতেই কিল-চড়-ঘুসি, আক্রান্ত তৃণমূল বিধায়ক

কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক। তখনই পথচারীদের হাতে আক্রান্ত হলেন তিনি। দিঘা বাইপাসের উপর আক্রান্ত হন রামনগরের বিধায়ক অখিল গিরি।

  • |
Google Oneindia Bengali News

কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক। তখনই পথচারীদের হাতে আক্রান্ত হলেন তিনি। দিঘা বাইপাসের উপর আক্রান্ত হন রামনগরের বিধায়ক অখিল গিরি। তাঁর উপর চড়াও হন দুই বাইক সওয়ারি দুই যুবক ও এক যুবতীকে। বিধায়ককে মারধরের ঘটনায় তাঁদেরকে গ্রেফতার করা হয়। আক্রান্ত বিধায়ক অখিল গিরির চিকিৎসা করাতে হয় হাসপাতালে।

দিঘার পথে স্বল্পে রক্ষা, প্রতিবাদী হতেই কিল-চড়-ঘুসি, আক্রান্ত তৃণমূল বিধায়ক

দিঘা বাইপাস ধরে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাইক সামনে চলে আসে বিধায়কের বাইকের। প্রায় ধাক্কা লেগে যাওয়ার উপক্রম হয়। সেই বাইকে দুই যুবক ও এক যুবতী ছিলেন। বিধায়ক তাঁদের বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করেন। তাতেই রণচণ্ডী মূর্তি ধারণ করেন তিন বাইক সওয়ারি।

[আরও পড়ুন:অভিষেককে আইনি নোটিশ মুকুলের! ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি][আরও পড়ুন:অভিষেককে আইনি নোটিশ মুকুলের! ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি]

অভিযোগ, বিধায়ককে কিল, চড়, ঘুষি মারা হয়। এই গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান পুলিশ। দিঘা পোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরই বেগতিক বুঝে এক যুবক পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে এক যুবক ও এক যুবতীকে। পরে পুলিশ নিউ দিঘা থেকে তাকে গ্রেফতার করে। বিধায়ক জানান, বেপরোয়া গতিতে বাইকটি চলে এসেছিল তাঁর সামনে। তাই প্রতিবাদ করেছিলাম। তারপর চড়াও হয়ে ওঁরা মারধর করে। এই ঘটনায় ক্ষুব্ধ তিনি।

[আরও পড়ুন:কর্ণাটকে ধরাশায়ী বিজেপি, জয়জয়কার কং-জেডিএস জোটের ][আরও পড়ুন:কর্ণাটকে ধরাশায়ী বিজেপি, জয়জয়কার কং-জেডিএস জোটের ]

English summary
TMC MLA is attacked in Digha and he is treated at Hospital. Three youths are arrested in this incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X