For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেশন নিয়ে বিরোধী সুর এবার তৃণমূল বিধায়কের গলায়, একের পর এক চিঠি

রেশন নিয়ে বিরোধী সুর এবার তৃণমূল বিধায়কের গলায়, একের পর এক চিঠি

  • |
Google Oneindia Bengali News

রেশন বন্টন নিয়ে বিরোধী সুব এবার তৃণমূল বিধায়কের গলায়। জঙ্গলমহলে বহু গরিব মানুষ রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করে এলাকার বিডিওদের চিঠি দিয়েছেন শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাত। প্রশাসনিক আধিকারিকদের কাছে বিধায়কের আশঙ্কা যেকোনও সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

রেশন নিয়ে বিরোধীদের অভিযোগ

রেশন নিয়ে বিরোধীদের অভিযোগ

লকডাউনে রেশন বন্টন নিয়ে সরব বিরোধী শিবির। বিজেপি থেকে বাম কংগ্রেস সবাই অভিযোগ করেছে রেশনে অবস্থা নিয়ে। পাশাপাশি বিরোধীদের আরও অভিযোগ, রেশনের মাল চুরিতে যুক্ত রয়েছেন তৃণমূলের বেশ কিছু নেতা।

 বদল খাদ্যসচিব

বদল খাদ্যসচিব

রেশন পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠায় বদল করা হয় খাদ্যসচিবকে। যদিও তারপরেও পরিস্থিতি একই রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। খাদ্যসচিবকে বলির পাঠা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

সরব তৃণমূল বিধায়ক

সরব তৃণমূল বিধায়ক

সেই রেশন নিয়েই সরব হয়েছেন শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাত। তাঁর অভিযোগ এলাকার গরিব মানুষরা রেশন পাচ্ছেন না। এলাকার তিন বিডিওকে তিনি চিঠি দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি চিঠিতে এলাকার বেশ কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্যদ্রব্য সরবরাহ না করার অভিযোগ করেছেন।

 খাদ্যমন্ত্রীর আশ্বাস

খাদ্যমন্ত্রীর আশ্বাস

অভিযোগ কানে যায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও। তিনি ফোন করে বিধায়ককে জানিয়েছেন সমস্যা মিটে যাবে। এলাকায় প্যাকেটে করে চাল, ডাল বিলি করা ছাড়াও নিজের এলাকায় ১০ টি অস্থায়ী লঙ্গরখানা খোলার কথা জানিয়েছেন শালবনির বিধায়ক। সেখানে ৫-৬ হাজার লোকের দৈনিক খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

বর্ষার ঘাটতি হবে পশ্চিমবঙ্গে, জুন-জুলাইয়ের বৃষ্টি নিয়ে অন্য পূর্বাভাস আইএমডিরবর্ষার ঘাটতি হবে পশ্চিমবঙ্গে, জুন-জুলাইয়ের বৃষ্টি নিয়ে অন্য পূর্বাভাস আইএমডির

English summary
TMC MLA from Shalbani Srikanta Mahato questions ration distribution system. He alleged poor people does not getting ration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X