For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগদান আরও একগুচ্ছ তৃণমূল নেতার! এদিন গেরুয়া শিবিরে এলেন কারা

মঙ্গলবারের পর বুধবারেও তৃণমূলে ভাঙন অব্যাহত। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবারের পর বুধবারেও তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন লাভপুরের তৃণমূল বিধায়ক তথা বিতর্কিত নেতা মনিরুল ইসলাম। এছাড়াও এই তালিকায় রয়েছেন, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন যুব তৃণমূলের মহঃ আসিফ ইকবাল এবং নিমাই দাসও। এদিন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউরির বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি।

 মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম

একসময়ে বীরভূমের লাভপুরে ফরওয়ার্ডব্লক নেতা হিসেবে পরিচিত ছিলেন। বাংলায় পরিবর্তন আসন্ন উপলব্ধি করে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন এই নেতা। এরপর ২০১১ এবং ২০১৬ সালে লাভপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচিত। এদিন তিনি বিজেপিতে যোগ দেন।

 গদাধর হাজরা

গদাধর হাজরা

এদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাও। ২০১১ সালে তিনি নানুরের বিধায়ক নির্বাচিত হলেও, ২০১৬-র নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি।

'বাংলার উন্নয়নের জন্য বিজেপিতে যোগ'

বাংলার উন্নয়নের জন্য এইসব নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আগামী দিনে আরও সংখ্যালঘু বিধায়ক এবং সাংসদও বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত এদিন বর্তমান ও এক প্রাক্তন বিধায়ক ছাড়াও অনুব্রত গড় থেকে বিজেপিতে যোগ দিয়েছেন যুব তৃণমূলের নেতা মহম্মদ আসিফ ইকবাল এবং নিমাই দাস।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, এই যোগদান পর্ব মঙ্গলবারের ধারাবাহিকতা। কেননা মঙ্গলবার তিনি বলেছিলেন রাজ্যে নির্বাচনের সাত দফার মতো বিজেপিতেও সাত দফায় তৃণমূল থেকে নেতারা যোগ দেবেন। এদিন তিনি বলেন, ভবিষ্যতে তৃণমূল থেকে যোগ দেওয়ার এতগুলি পর্ব হবে যে তাকে প্রথমপর্বের একটি অংশ বলেই উল্লেথ করতে হচ্ছে।

English summary
TMC MLA from Labpur Manirul Islam joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X