For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতিতে পরিবর্তনই কাম্য! তৃণমূল বিধায়কের তাৎপর্যপূর্ণ মন্তব্যে বাড়ছে জল্পনা

বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন এসে গিয়েছে বলে মনে করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই পরিবর্তন এসেছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন এসে গিয়েছে বলে মনে করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই পরিবর্তন এসেছে। আরও পরিবর্তন আসছে। রাজ্যে পঞ্চায়েত নিয়ে হানাহানির প্রসঙ্গ তুলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্য বা দেশে নয়, বিশ্বজুড়ে হানাহানি বাড়ছে।

রাজনীতিতে পরিবর্তনই কাম্য! তৃণমূল বিধায়কের তাৎপর্যপূর্ণ মন্তব্যে বাড়ছে জল্পনা

এ প্রসঙ্গেই উঠে আসে, রাজ্যের আইনশৃঙ্খলার কথা। চিরঞ্জিত জানান, রাজ্যে বিজেপি ঢুকতে চাইছে, আর আমরা ক্ষমতায় আছি। আমরা চাইছি ক্ষমতা ধরে রাখতে আর বিজেপি ক্ষমতা দখল করতে চাইছে। ফলে অসহিষ্ণুতা বাড়ছে। তিনি বলেন, আমরা যেভাবে ক্ষমতায় আছি, সেটাকে বিজেপির পক্ষে ভাঙা শক্ত। কিন্তু তা সত্ত্বেও ক্ষমতা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি। ফলে বাড়ছে দলাদলি।

[আরও পড়ুন: জিএসটি-র বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ কেন্দ্রের, আরটিআই আবেদনে ফাঁস তথ্য][আরও পড়ুন: জিএসটি-র বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ কেন্দ্রের, আরটিআই আবেদনে ফাঁস তথ্য]

এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল বিধায়ক ফের তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, সবসময়ই পরিবর্তন হয়। এটাই নিয়ম। কোনও পলিসি একরকমভাবে চলে না। একরকম চলবে, এটাও ভাবা ভুল। তাঁর এই মন্তব্যেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এমন চাঁছাছোলা মন্তব্যে চিরঞ্জিৎ কী বোঝাতে চাইলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। চলছে নানা জল্পনাও।

রাজনীতিতে পরিবর্তনই কাম্য! তৃণমূল বিধায়কের তাৎপর্যপূর্ণ মন্তব্যে বাড়ছে জল্পনা

[আরও পড়ুন: স্বপ্নের দার্জিলিং গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর! নতুন পর্যটন কেন্দ্র তৈরির নির্দেশ][আরও পড়ুন: স্বপ্নের দার্জিলিং গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর! নতুন পর্যটন কেন্দ্র তৈরির নির্দেশ]

রাজনৈতিক মহল এমন ব্যাখ্যাও করছে, চিরঞ্জিৎ কি দলবদলও করতে পারেন? তিনি তাঁর এই পরিবর্তন-মন্তব্য দিয়ে কী বোঝাতে চাইলেন? তাঁর মন্তব্যের মধ্যে দলবদলের কোনও আভাস ছিল কি না, তা নিয়েই চলছে কাটা-ছেঁড়া। যদিও তৃণমূল নেতৃত্ব মনে করছে, চিরঞ্জিতের কথার মধ্যে সামগ্রিক পরিবর্তনের কথা উঠে এসেছে। নীতির পরিবর্তনের কথা উঠে এসেছে।

[আরও পড়ুন: 'বিজেপির কোনও চান্স নেই বাংলায়'! বিজয়বর্গীয়র গলায় কেন অনুব্রত মণ্ডলের সুর ][আরও পড়ুন: 'বিজেপির কোনও চান্স নেই বাংলায়'! বিজয়বর্গীয়র গলায় কেন অনুব্রত মণ্ডলের সুর ]

English summary
TMC MLA Chiranjit Chakraborty indicates change in politics. He says change is the natural thing in politics. No only West Bengal, change is occurring all over World,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X