For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুব শীঘ্রই জেলে ক্যাবিনেট বৈঠক করবেন রাজ্যের মন্ত্রীরা, বক্রোক্তি অধীরের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অধীর
কলকাতা, ১৪ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস শুধু সাধারণ মানুষের টাকাই আত্মসাৎ করেনি, দেশ-বিরোধী ভূমিকাও পালন করেছে। তাই সেই দিন আর দূরে নেই, যখন জেলে বসে ক্যাবিনেট বৈঠক করবেন রাজ্যের মন্ত্রীরা। এমন ভাষাতেই শাসক দলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সারদা-কাণ্ডে নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছেই। নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়েরও। পাশাপাশি, তৃণমূল সাংসদ আমহেদ হাসান ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এ দেশে নিষিদ্ধ সংগঠন সিমি-র সঙ্গে যুক্ত। সারদার টাকার একটা অংশ বাংলাদেশে পাচার করে সেখানে জামায়াতে ইসলামিকে সহায়তা করেছেন বলেও খবর।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল সাংবাদিকদের অধীর চৌধুরী বলেছেন, "স্বাধীনতার পর রাজ্যের সব চেয়ে বড় কেলেঙ্কারি হল সারদা-কাণ্ড। লক্ষ লক্ষ গরিব মানুষ ওখানে টাকা রেখেছিলেন। আর তা লুটেপুটে খেয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, মন্ত্রীরা। সিবিআই তদন্তে এখন আস্তে আস্তে সব বেরোচ্ছে। টাকা আত্মসাৎ করায় চেয়েও বড় অপরাধ হল দেশ-বিরোধী ভূমিকা পালন করা। শাসক দলের কেষ্টবিষ্টুরা এই অপরাধের ভাগীদার। যা পরিস্থিতি, তাতে খুব শিগগিরই রাজ্য সরকারের মন্ত্রীরা জেলের ভিতর বসে ক্যাবিনেট মিটিং করবেন।" তিনি জানান, ১৫ তারিখ বহরমপুরে বড় জমায়েত করবে কংগ্রেস। ১৯ সেপ্টেম্বর কলকাতার শহিদ মিনার ময়দানে মহা জমায়েত হবে।

বিক্ষোভ কর্মসূচিতে পিছিয়ে নেই সিপিএম তথা বামফ্রন্টও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "সারদা ছিল কামধেনু। তৃণমূল কংগ্রেস ইচ্ছে মতো তাকে দোহন করেছে।" তিনি জানান, ২২ সেপ্টেম্বর কলকাতায় এই ইস্যুতে একটি মহামিছিল করবে বামফ্রন্ট।

বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, আগামী ১০ দিনে সারা রাজ্যে এক লক্ষ দেওয়া লেখা হবে দলের পক্ষ থেকে। কীভাবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, তা জানানো হবে সাধারণ মানুষকে।

English summary
TMC ministers will soon hold cabinet meeting in jail, quips Adhir Chowdhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X