For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুলিয়ায় অমিত শাহের সভা বাংলার মানুষের সভা ছিল না! ‘রহস্যভেদ’ শুভেন্দুর

অমিত শাহের পুরুলিয়া সভা আসলে এ রাজ্যের সভা ছিল না, ওই সভা ছিল ঝাড়খণ্ড-বিহারের। বিহার-ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে সভা ভরাট করা হয়েছিল বলে অভিযোগ করলেন তৃণমূল সরকার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Google Oneindia Bengali News

অমিত শাহের পুরুলিয়া সভা আসলে এ রাজ্যের সভা ছিল না, ওই সভা ছিল ঝাড়খণ্ড-বিহারের। বিহার-ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে সভা ভরাট করা হয়েছিল বলে অভিযোগ করলেন তৃণমূল সরকার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই সভা ছিল বিজেপির মিথ্যাচারের সভা। এই সভায় দাঁড়িয়ে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

পুরুলিয়ায় অমিত শাহের সভা বাংলার মানুষের সভা ছিল না! ‘রহস্যভেদ’ শুভেন্দুর

শুভেন্দু বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। সেই কারণে একটার পর একটা মিথ্যা ভাষণ দিয়ে গিয়েছেন তিনি। তিনি বলেছিলেন, পুরুলিয়ায় বিদ্যুৎ থাকে না। পুরুলিয়ার মানুষকে পাঁচ কিলোমিটার দূরে জল আনতে যেতে হয়। এইসব তথ্যেরই কোনও ভিত্তি নেই। এসব মিথ্যে কথার যোগ্য জবাব দেবেন পুরুলিয়ার মানুষ।

[আরও পড়ুন:২২ নয়, বিগ জিরো পাবে বিজেপি! লোকসভার নয়া 'সমীকরণ' বোঝালেন ফিরহাদ][আরও পড়ুন:২২ নয়, বিগ জিরো পাবে বিজেপি! লোকসভার নয়া 'সমীকরণ' বোঝালেন ফিরহাদ]

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য থেকে বহু স্কিম তুলে দিয়েছে কেন্দ্র। কোনও কেন্দ্রীয় সহায়ক প্রকল্পই চালু রাখা হয়নি। ২৫ শতাংশ সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিজের নাম খোদাই করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় তা মানেননি। তিনি বলেছেন, আমাদের কেন্দ্রের সাহায্যের দরকার নেই। আমরা আলাদা বাংলা আবাস যোজনা করে মানুষকে পরিষেবা দেব। এখানে কেন্দ্রের এক পয়সাও নেই।

[আরও পড়ুন: তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে ক্যাডার-বাহিনী বিজেপির! প্ল্যান-বি প্রয়োগের নির্দেশ শাহের][আরও পড়ুন: তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে ক্যাডার-বাহিনী বিজেপির! প্ল্যান-বি প্রয়োগের নির্দেশ শাহের]

এছাড়া তিনি বলেন, যুক্তরাজ্য ব্যবস্থাপনায় দিল্লির টাকা বলে কিছু হয় না। কারণ প্রতি রাজ্য থেকে করের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার। বাংলার সরকার তাই অধিকারের টাকা পায়। এদিন কেন্দ্রের সরকারকে মিথ্যাচারের সরকার বলে ব্যাখ্যা করেন শুভেন্দু। তিনি বলেন, এখন পর্যন্ত কালো টাকা ফিরে আসেনি। কালো টাকা ফিরিয়ে প্রতি অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন বলে কথা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির কী হল, প্রশ্ন তোলেন শুভেন্দু।

[আরও পড়ুন: ২২ কৌশলে লোকসভায় মাত দিতে ছক তৈরি অমিত শাহের, প্রতি রাজ্যকে কড়া নির্দেশ ][আরও পড়ুন: ২২ কৌশলে লোকসভায় মাত দিতে ছক তৈরি অমিত শাহের, প্রতি রাজ্যকে কড়া নির্দেশ ]

English summary
TMC minister Subhendu Adhikari criticizes Amit Shah on his meeting at Purulia. He says BJP’s meeting was not of Bengal’s public. It is meeting of Jharkhand and Bihar,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X