For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরনে ২৫০ টাকার শাড়ি, পায়ে চপ্পল, একেই বলে জননেত্রী, মোদীর থেকে কেন আলাদা মমতা, ব্যাখ্যা মন্ত্রীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মোদীর থেকে আলাদা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মোদীর থেকে আলাদা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। শিলিগুড়িতে এক অনুষ্ঠানে তিনি বলেন, পরনে আড়াশো টাকার শাড়ি, পায়ে চপ্পল, একেই বলে জননেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টেনে কটাক্ষ করেন।

নেতাকে দেখলেই বোঝায় যায়

নেতাকে দেখলেই বোঝায় যায়

মলয় ঘটক বলেন, কোনও নেতাকে দেখলেই বোঝা যায়, তিনি নিজের জন্য ভাবেন, নাকি সাধারণ জনগণের জন্য ভাবেন।

মমতা পরেন ২৫০ টাকার শাড়ি

মমতা পরেন ২৫০ টাকার শাড়ি

মলয় ঘটক বলেন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তিনি আড়াইশো টাকার শাড়ি পরেন। আর পায়ে থাকে হাওয়াই চপ্পল। তিনি আরও বলেন, ৭ বারের সাংসদ ছিলেন মমতা বন্দ্যএাপাধ্যায়। এর মধ্যে তিনবার মন্ত্রী ছিলেন। এছাড়াও দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। তাঁর কোনও পরিবর্তন হয়নি।

এক পোশাকে দুবার নয়

এক পোশাকে দুবার নয়

মলয় ঘটক বলেন, ২০১৪তে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু তাঁকে এক পোশাকে দুবার দেখা যায়নি। প্রতিদিন তিনি নতুন পোশাক পরেন।

নরেন্দ্র মোদী পরেন ১০ লক্ষ টাকার জ্যাকেট

নরেন্দ্র মোদী পরেন ১০ লক্ষ টাকার জ্যাকেট

আর যে জ্যাকেট তিনি পরেন, তার মূল্য ১০ লক্ষ টাকা। বলেছেন মলয় ঘটক। যে ঘড়ি পরেন, তার মূল্য ২৫ লক্ষ টাকা। কিছুদিন আগে হওয়া সূর্যগ্রহণের সময় তিনি যে চশমা পরেছিলেন তার মূল্য ছিল দেড় লক্ষ টাকা। মলয় ঘটক বলেন, যে ব্যক্তি ১০ লক্ষের জ্যাকেট পরেন, তিনি গরিবের কথা চিন্তা করতে পারেন না।

English summary
TMC Minister Moloy Ghatak seperates Mamata from Modi through Sharee and jacket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X