For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘যে কোনওদিন গণধোলাই খেয়ে যাবে দিলীপ’! গুন্ডামির জবাব মস্তানিতে দিলেন জ্যোতিপ্রিয়

দিলীপের কথার জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘দিলীপ ঘোষ জানে না গণধোলাই কী জিনিস। এখনও গণধোলাই খায়নি। তবে যা করছে, যে কোনওদিন ঠিক গণধোলাই খেয়ে যাবে।’

  • |
Google Oneindia Bengali News

কু-কথার লড়াইয়ে ফের শান দিলেন দুই তরফের দুই নেতা। বিজেপির দিলীপ ঘোষকে পাল্টা দেওয়ার নামে গণধোলাইয়ের বার্তা দিয়ে রাখলেন তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার দিলীপের কথার জবাবে তিনি বলেন, 'দিলীপ ঘোষ জানে না গণধোলাই কী জিনিস। এখনও গণধোলাই খায়নি। তবে যা করছে, যে কোনওদিন ঠিক গণধোলাই খেয়ে যাবে।'

‘যে কোনওদিন গণধোলাই খেয়ে যাবে দিলীপ’! গুন্ডামির জবাব মস্তানিতে দিলেন জ্যোতিপ্রিয়

রবিবার হাবড়ায় এসে জ্যোতিপ্রিয় মল্লিক দিলীপ ঘোষের উদ্দেশ্য হুঁশিয়ারি দেন, 'ওকে আর একবার হাবড়ায় আসতে বলুন না। হাবড়ার মানুষ ওকে বুঝিয়ে দেবে ভালো করে।' তিনি বলেন, 'গুন্ডামি ছাড়া আর কোনও কাজ নেই দিলীপ ঘোষের। জেলায় জেলায় ঘুরে শুধু গুন্ডামি করে বেড়াচ্ছে। ও যা করছে, তাতে ওকে গ্রেফতার করতে হবে অবিলম্বে।'

[আরও পড়ুন:বিজেপির ফাঁদ কেটে 'দল-হারা'কে ঘরে ফেরালেন কুণাল, তৃণমূলকে কী বার্তা প্রাক্তন সাংসদের][আরও পড়ুন:বিজেপির ফাঁদ কেটে 'দল-হারা'কে ঘরে ফেরালেন কুণাল, তৃণমূলকে কী বার্তা প্রাক্তন সাংসদের]

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার হাবড়ায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তৃণমূলকে ছিঁচকে মস্তানের দল বলতেও দ্বিধা করেননি তিনি। তিনি আরও বলেছিলেন, 'সময় আসছে, আমরাও বুঝিয়ে দেব। ত্রিপুরায় জিতেছি, এবার বাংলায় জিতব। ওরা যদি হিংসার রাজনীতি করে ওদেরও আমরা ছেড়ে কথা বলব না। কলকাতার বাইরে গেলে জামা-কাপড় ছেড়ে আসতে হবে তৃণমূল নেতাদের।

এই কথার পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি অশিক্ষিতের দল, একটা বর্বর দল। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হলে কী হবে, ওঁর মান আমাদের ব্লক সভাপতির থেকেও খারাপ। জ্যোতিপ্রিয়কে সন্ন্যাস নেওয়ার বার্তা দিয়েছিলেন দিলীপ।

[আরও পড়ুন: কুণাল হঠাৎ হাজির পার্থর বাড়িতে! সঙ্গে কে জেনে অবাক হবেন না, একেবারে মাস্টারস্ট্রোক ][আরও পড়ুন: কুণাল হঠাৎ হাজির পার্থর বাড়িতে! সঙ্গে কে জেনে অবাক হবেন না, একেবারে মাস্টারস্ট্রোক ]

পাল্টা জ্যোতিপ্রিয় বলেন, এ জেলায় ওদের কী অবস্থা তা তো নির্বাচনী ফলই বলে দিয়েছে, একটি গ্রাম পঞ্চায়েতও দখল করতে পারবে না। তবুও অশিক্ষিতের মতো মন্তব্য করে যাচ্ছে। ২০১৯ সালেই আমরা পরিষ্কার দেখিয়ে দেব দিলীপবাবুরা কোথায় থাকেন। ওদের বাংলা থেকে পাত্তাড়ি গুটাতে হবে ২০১৯ সালের পর।

English summary
TMC Minister Jyotipriyo Mallik attacks BJP State president Dilip Ghosh. Bad speech war starts between Dilip Ghosh and Jyotipriyo Mallik,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X