For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির নিশীথের দিকে মারমুখী হয়ে তেড়ে গেলেন রবীন্দ্রনাথ ঘোষ! প্রকাশ্যে ভিডিও আসতেই হৈচৈ

চলছিল এক প্রথমসারির বাংলা সংবাদমাধ্যমের টেলিভিশন চ্যানেলের 'ডিবেট'। আর সেখানেই হাজির ছিলেন বিজেপির কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক, সদ্য যিনি তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

চলছিল এক প্রথমসারির বাংলা সংবাদমাধ্যমের টেলিভিশন চ্যানেলের 'ডিবেট'। আর সেখানেই হাজির ছিলেন বিজেপির কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক, সদ্য যিনি তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন। বিতর্ক সভায় তাঁর বিপক্ষে ছিলেন কোচবিহারে তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

বিজপির নিশীথের দিকে মারমুখী হয়ে তেড়ে গেলেন রবীন্দ্রনাথ! ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় চড়ছে

বিতর্কে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন সঞ্চালিকা, যার জবাবে পাল্টা নিশীথকে নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ করেন নিশীথ , এলাকায় চোরাপাচারের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ রয়েছে। এরপরই নিশীথ পাল্টা দাবি করেন রবীন্দ্রনাথ ঘোষের পরিবারে সঙ্গেও নারী পাচারের যোগ রয়েছে। এমন বক্তব্য শুনতেই মারমুখী হয়ে ওঠেন রবীন্দ্রনাথ। ভরা সভাতেই বিজেপি তৃণমূল দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। দেখা যায় এক ধুন্ধুমার পরিস্থিতির।

ভিডিও সৌজন্য:পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজ

সভায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন চ্যানেল কর্তৃ়পক্ষ। তবে পরিস্থিতি রীতিমত হাতের বাইরে চলে যায়। সভাস্থলে চেয়ার তুলে তা ভাঙচুর করতে থাকেন বিজেপি তৃণমূল দুই পক্ষের কর্মীরা। আর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক আঙিনায়। শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার ঘণ্টা খানেক বাদেই তৃণমূলে ফিরলেন কর্মীরা! কারণ নিয়ে জল্পনা চরমে ][আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার ঘণ্টা খানেক বাদেই তৃণমূলে ফিরলেন কর্মীরা! কারণ নিয়ে জল্পনা চরমে ]

[আরও পড়ুন:লোকসভার আগে অগ্নিপরীক্ষা অর্জুনের! আজ ভাটপাড়ায় আস্থাভোট][আরও পড়ুন:লোকসভার আগে অগ্নিপরীক্ষা অর্জুনের! আজ ভাটপাড়ায় আস্থাভোট]

English summary
TMC minister attacks BJP's Cooch Behar candidate on live television debate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X