For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস! অঙ্ক নিয়ে জল্পনা তুঙ্গে

২৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। পশ্চিমবঙ্গ থেকে ৫ টি আাসন খালি হচ্ছে। যার মধ্যে চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। তবে পঞ্চম আসনে তৃণমূল প্রার্থী দিতে চায় বলে সূত্রের খবর। তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। পশ্চিমবঙ্গ থেকে ৫ টি আাসন খালি হচ্ছে। যার মধ্যে চারটি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তবে পঞ্চম আসনে তৃণমূল প্রার্থী দিতে চায় বলে সূত্রের খবর। তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। বর্তমানে বিধানসভায় ঘাসফুল প্রতীকে নির্বাচনের জিতে আসা সদস্য সংখ্যা ২০৭ জন।

রাজ্যসভা ভোটের বিজ্ঞপ্তি বিধানসভায়

রাজ্যসভা ভোটের বিজ্ঞপ্তি বিধানসভায়

রাজ্যসভা ভোটের বিজ্ঞপ্তি বিধানসভায় পৌঁছে গিয়েছে। এরপরেই মনোনয়নপত্র তোলার কাজ শুরু হবে। বাম ও কংগ্রেসের সম্নিলিত প্রার্থী কে হবেন তা নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে ২৬ মার্চের নির্বাচনে তৃণমূল অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে।

তৃণমূল প্রার্থী দিতে পারে পঞ্চম আসনে

তৃণমূল প্রার্থী দিতে পারে পঞ্চম আসনে

সূত্রের খবর অনুযায়ী, পাঁচটি মনোনয়ন তোলার জন্য তৃণমূলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহলে। তবে তৃণমূলের হাতে পঞ্চম আসনের জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা না থাকলেও পঞ্চম আসনে মনোনয়ন নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বিধানসভায় রাজনৈতিক অবস্থান

বিধানসভায় রাজনৈতিক অবস্থান

২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের প্রতীকে জিতে আসা বিধায়ক রয়েছেন ২০৭ জন। এরপরেও বিভিন্ন দল থেকে তৃণমূলের যএাগ দেওয়া বিধায়কের সংখ্যাটা ১৭। সব মিয়ে সংখ্যাটা ২২৪ হলেও, অন্য দল থেকে আসা বিধায়করা তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কার্যত বাধা রয়েছে। কেননা তাঁরা যেদল থেকে নির্বাচিত হয়েছেন, ভোট দেওয়ার আগে দলনেতাকে দেখিয়ে ভোট দিতে হবে। বিজেপির সদস্য সংখ্যা ছয়। তাদের ক্ষেত্রেও কোনও প্রার্থী দেওয়ার উপায় নেই। কেননা অন্য দল থেকে তাদের দলে বিধায়করা যোগ দিলেও, তাদেরও ভোট দেওয়ায় বাধা রয়েছে।

বিধানসভায় বাম ও কংগ্রেসের যথাক্রমে ২৮ ও ২৭ জন বিধায়ক রয়েছে। দুই গোষ্ঠীর তরফে মিলিত প্রার্থী ভোটে দাঁড়াতে পারেন। সেরকম হলে বাম-কংগ্রেসের প্রার্থীর জয় নিশ্চিত।

তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা

তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় সুব্রত মুখোপাধ্যায়ের নামও উঠেছে। এর আগে দীনেশ ত্রিবেদী, মনীশ গুপ্ত, মৌসম বেনজির নূর এবং সুব্রত বক্সির নাম শোনা গিয়েছিল।

English summary
TMC may field candidate for the fifth seat from Rajya sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X