For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে যে পদে আছেন সেগুলো ছাড়ুন,শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিলেন অখিল

শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিলেন অখিল

Google Oneindia Bengali News

সুযোগ হাতছাড়া করছেন না কেউ। শুভেন্দু সুযোগ পেলেই যেমন দলের বিরুদ্ধে গোষ্ঠীর নেতাদের বিঁধতে কার্পণ্য করছেন না ঠিক তেমনই শুভেন্দুর প্রবল বিরোধী অখিল গিরিরাও শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ শানাতে সুযোগ ছাড়ছেন না। শেষবেলাতে এসেও শুভেন্দুর আক্রমণের ঝাঁঝ বাড়ছে। দলবদলের ইঙ্গিত পেরেই একেবারে শুভেন্দুকে তুলোধনা করে চলেছেন অখিল গিরিরা। যে পদে বসে রয়েছেন সেগুলি ছেড়ে দিতে পারেন শুভেন্দু। ফের আক্রমণ শানিয়েছেন রাম নগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি।

শুভেন্দুকে বিঁধলেন অখিল গিরি

শুভেন্দুকে বিঁধলেন অখিল গিরি

শুভেন্দু বারবারই বলেছেন পদের লোভ তাঁর কোনও দিনই ছিল না। তিনি পদের লোভ করেন না। শুভেন্দুর এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন পদের লোভ যাঁর নেই তিনি মন্ত্রিত্ব ছাড়ার পরেও দলের ৭-৮টা পদ দখল করে কেন রয়েছেন। সেগুলি ছেড়ে দিচ্ছেন না কেন। সেগুলো আগে ছাড়ুন। এর আগেও শুভেন্দু বলেছিলেন মানুষের জন্য কাজ করতে পদ লাগে না। তিনি পদ লোভী নন।

নন্দীগ্রাম আন্দোলন তরজা

নন্দীগ্রাম আন্দোলন তরজা

মঙ্গলবার শুভেন্দু দাবি করেছেন নন্দীগ্রাম আন্দোলন কোনও ব্যক্তির নয়। নন্দীগ্রাম ান্দোলন কোনও দলেও নয়। আন্দোলন মানুষ করেছে। তাই মানুষেরই জয় হয়েছে। তার পাল্টা জবাব দিয়েছেন অখিল গিরি। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন, নন্দীগ্রাম আন্দেলন যে কোনও ব্যক্তির নয় সেটা আগেই সকলে জানেন। নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই দল আন্দোলন করেছিল। বরং শুভেন্দ্ুই বারবার নিজের কৃতিত্ব জাহির করতে চেয়েছেন বলে কটাক্ষ করেছেন অখিল গিরি।

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর খুব সম্ভবত শুক্র অথবা শনিবার বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু। তার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন িতনি। তার পরেই দিল্লি যাওয়ার কথা শুভেন্দু। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। সেখানেও বিজেপিতে যোগ দিতে পারেন আবার শনিবার রাজ্যে ফিরে এসে মেদিনীপুরে অমিত শাহের সভাতেও বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী।

চাপ বাড়ছে শাসক দলে

চাপ বাড়ছে শাসক দলে

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে যে চাপ বাড়বে তৃণমূল কংগ্রেসে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই কনিষ্ক পণ্ডা শুভেন্দুর হাত ধরে ফেলেছেন। আরও অনেক শুভেন্দু অনুগামী নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তাতে কোনও সন্দেহ নেই। তার ক্ষেত্র প্রস্তুত হতে শুরু করেছে। দাদা অনুগামীরা দল ভারী করতে শুরু করেছে ইতিমধ্যেই।

ফের শুভেন্দুকে বার্তা মমতার, কোটি কোটি গুন্ডা আনার হুমকি তৃণমূল সুপ্রিমোরফের শুভেন্দুকে বার্তা মমতার, কোটি কোটি গুন্ডা আনার হুমকি তৃণমূল সুপ্রিমোর

English summary
TMC leaer Akhil Giri slams Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X