তৃণমূল কংগ্রেসে ভাঙন, লোকসভার আগে চারগুন শক্তি বাড়বে কংগ্রেসের, দাবি অধীরের
লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। আর যতই লোকসভা নির্বাচনের নির্ধারিত দিন এগিয়ে আসছে, ততই হারানো শক্তি ফিরে পাচ্ছেন অধীর চৌধুরী। নির্বাচনের প্রাক্কালে ফেল কংগ্রেসের শক্তিবৃদ্ধি হল মুর্শিদাবাদে। শাসকদল ভেঙে নেতা-কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে। অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থী হতেই ফের ঢল নেমেছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানে।

তৃণমূল ছেড়ে কংগ্রেসে
বুধবার অধীর চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদের নওদার কেদারচাঁদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শতাধিক নেতা-কর্মী কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল ছেড়ে। তাঁরা এক সময়ে কংগ্রেসেই ছিলেন। ফের তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন।

হাত শক্ত করতে যোগদান
বহরমপুরে জেলা কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান করেন তাঁরা। বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তাঁদের হাতে পতাকা তুলে দেন। এক সময়ের কংগ্রেসের শক্ত ঘাঁটি এই বহরমপুর। ২০১৬ সাল পর্যন্ত এখানে কংগ্রেসের দাপট ছিল সংশয়াতীত। কিন্তু এরপরই কংগ্রেস ভেঙে তৃণমূল শক্তি বাড়াতে থাকে জেলায়।

হাওয়া ঘুরছে অধীর-গড়ে!
একে একে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির দখল নেয় তৃণমূল। জেলা পরিষদ, পুরসভা সবই হাতছাড়া হয়। ২০১৬ বিধানসভার পর থেকেই কংগ্রেস ছাড়ার হিড়িক পড়ে যায়। কিন্তু লোকসভার প্রাক্কালে ফের হাওয়া ঘুরতে শুরু করে অধীরের অনুকূলে। অনেকেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরতে থাকেন।

চারগুন শক্তি বাড়াবে কংগ্রেস
এবারও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর চৌধুরী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী এক সময়ে তাঁরই স্নেহধন্য অপূর্ব সরকার। লোকসভা নির্বাচনের দামামা বেজে যেতেই ফের কংগ্রেস আধিপত্য ফিরে পেতে শুরু করেছে। অধীর চৌধুরী বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যেতে শুরু করেছে। তিনি বলেন, এই যোগদান পর্ব চলতেই থাকবে। কংগ্রেস চারগুণ শক্তি বাড়াবে লোকসভার আগে।