For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুল গানবাজনার লোক, সংবিধান পড়েননি, খোঁচা সৌগত-কল্যাণের

বাবুল গানবাজনার লোক, সংবিধান পড়েননি, খোঁচা সৌগত-কল্যাণের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

সংবিধান নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে কাঠগড়ায় তুলে রীতিমতো দুষলেন তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বাবুল গানবাজনার লোক, সংবিধান পড়েননি, খোঁচা সৌগত-কল্যাণের

'বাবুল সুপ্রিয় সংবিধান সম্পর্কে কিছুই জানেন না।' বলে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূলের দুই সাংসদ। সৌগত বলেন, 'বাবুল গান বাজনার লোক রাজনীতি বোঝেন না।' অন্য দিকে একই বিষয়ে কল্যান বলেন, 'বাবুল সুপ্রিয় হয়তো ঠিক করেই সংবিধান পড়েননি।'

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সংবিধান মানে না বলে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রীর এই অভিযোগের ভিত্তিতেই পাল্টা কটাক্ষ করেন দুই তৃণমূল সংসদ।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায় একেবারেই আমল না দিয়ে তার কথাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সাংসদ সৌগত রায়। একইসঙ্গে কটাক্ষের সুর চড়িয়ে তিনি বলেছেন, 'বাবুল গান বাজনা নিয়ে থাকতেন। তাই তিনি রাজনীতির কিছুই বোঝেন না। বাবুলের কথার কোন গুরুত্ব নেই। এসব কথা বলে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ হবে না।'

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ৩৫৬ ধারা জারির ইঙ্গিত দিয়েছিলেন।

তারই পাল্টা তোপ দেগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'হিম্মত থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন করে দেখাক বিজেপি। কখনও অমিত সাহা বলছেন কখনও রাজ্যপাল বলছেন আবার কখনও বাবুল সুপ্রিয় একই কথা রোজ রোজ বলছেন। কথা রোজ বলার কোন মানে হয় না। আমরা জানি কোন পরিস্থিতিতে ৩৫৬ ধারা জারি করা হয়। বাবুল সুপ্রিয় হয়তো ঠিক করে সংবিধান পড়েননি।'

জবকার্ড চাইতে গেলে দুই গৃহবধূকে হেনস্থার অভিযোগ হাড়োয়ায়জবকার্ড চাইতে গেলে দুই গৃহবধূকে হেনস্থার অভিযোগ হাড়োয়ায়

English summary
TMC leaders target Babul Supriyo over his comment on Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X