For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথে দাপাদাপি তৃণমূল নেতার! সরানো হল প্রিসাইডিং অফিসারকে

বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ২৫১ নম্বর বুথের।

Google Oneindia Bengali News

বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ২৫১ নম্বর বুথের। খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার কোনও শাস্তি হয়নি বলেই জানা গিয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথে দাপাদাপি তৃণমূল নেতার! সরানো হল প্রিসাইডিং অফিসারকে

বারুইপুরের ২৫১ নম্বর বুথ। সকাল থেকে ভোট শুরু হয় খানিকটা অস্বাভাবিক ভাবে। বুথে রয়েছেন প্রিসাইডিং অফিসার। কিন্তু তিনি চুপ করে বসে রয়েছেন। আর বুথে যিনি ঢুকছেন, কিংবা বুথ সামলাচ্ছেন, তিনি হলেন এলাকার তৃণমূল নেতা আজিজুর রহমান। বুথে যে সব ভোটার ঢুকছেন, তাঁরা কোথায় ভোট দেবেন, তা দেখিয়ে দিচ্ছেন বুথের মধ্যে ওই তৃণমূল নেতা।
গ্রামের সবাই যাতে তৃণমূলে ভোট দেয় তার জন্য অনুরোধ করা করছেন তিনি। ভোটারদের সাহায্যের নামে নিজের কাজের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা
আজিজুর রহমান। অন্যদিকে, প্রিসাইডিং অফিসার বিজের অসহায়তার কথাও স্বীকার করে নেন ক্যামেরার সামনে। যদিও খবর সম্প্রচারের পরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন: ভাটপাড়ায় '৫ মিনিটে সাফ'-এর কোন বার্তা দিয়ে অর্জুনকে নিশানা মদনের ][আরও পড়ুন: ভাটপাড়ায় '৫ মিনিটে সাফ'-এর কোন বার্তা দিয়ে অর্জুনকে নিশানা মদনের ]

খবর পাওয়ার পরেই সেখানে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ, সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এই ভাবেই ভোটগ্রহণ চলতে থাকে। ক্যামেরার সামনেও ভীত হয়ে যায়নি সেই তৃণমূল নেতা। পরে অবশ্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]

English summary
TMC leaders monitoring vote process in Baruipur booth no 251 in front of presiding officer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X