For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকের কল্পতরু প্রকল্পকে সামনে রেখে বজবজের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন তৃণমূল নেতারা

অভিষেকের কল্পতরু প্রকল্পকে সামনে রেখে বজবজের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন তৃণমূল নেতারা

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

লকডাউনের জেরে বাংলার লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন। সেই সব মানুষদের মুখে অন্ন তুলে দিতে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্পতরু প্রকল্প ঘোষণা করেছিলেন। রাজ্যের সর্বত্রই যুব তৃণমূলের কর্মকর্তারা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন।

অভিষেকের কল্পতরু প্রকল্পকে সামনে রেখে বজবজের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন তৃণমূল নেতারা

এই কঠিন পরিস্থিতিতে অভিষেকের সৈনিক হয়ে কাজ করছেন বজবজ এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। একটি কমিউনিটি সেন্টারের মাধ্যমে কয়েক হাজার সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা। রাতভর রান্না, তারপর সেই খাবার পার্সেল করে পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি। তাঁদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা জানিয়েছেন, শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু উৎসবের সূচনা করেছিলেন সাধারণ মানুষের মনস্কামনা পূর্ণ করতে। এই ক্রাইসিস সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃস্থ দরিদ্রদের মুখে খাবার তুলে দিতে এই প্রকল্প সূচনা করেছেন।

পাশাপাশি সম্প্রীতির বন্ধনে সর্বধর্ম সমন্বয়ের ছবি ধরা পড়ল এই কর্মযজ্ঞে। সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ প্রার্থনাতে অংশ নেন স্বেচ্ছাসেবকরা। এই কাজে যোগ দেন স্থানীয় বিধায়ক সওকত মোল্লা সহ অন্যান্য তৃণমূল কর্মকর্তারা।

English summary
TMC leaders help people feed in Budgebudge during lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X