কাটমানি নিয়ে প্রবল জনরোষ! তৃণমূল নেত্রী দিলেন মহাদেবের দিব্যি
কাটমানি নিয়ে দিকে দিকে প্রবল জনরোষ। সেই জনরোষ থেকে বাঁচতে যে যেমন পারছেন উপায় বের করছেন। এবার বাঁকুড়া জেলা পরিষদের এক তৃণমূল
নেত্রী কাটমানি নেননি বোঝাতে, বললেন মহাদেবের দিব্যি কাটমানি খাইনি। জেলা পরিষদের ওই তৃণমূল নেত্রীর নাম বাণী হাজরা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ওন্দার জেলা পরিষদ সদস্য চন্দ্রকোণা গ্রামের বাসিন্দাদের ২০ হাজার টাকা করে ঋণ পাইয়ে দিয়েছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, ওই নেত্রী বলেছিলেন এই টাকা ফেরত দিতে লাগবে না। কিন্তু তিনি নাকি এক শর্ত দিয়েছিলেন। যাঁরা ওই টাকা পাচ্ছেন. তাঁদেরকে সাড়ে তিন হাজার টাকা করে দিতে হবে।
এই মুহুর্তে ব্যাঙ্ক থেকে ঋণ প্রাপকদের হাতে চিঠি যাওয়া শুরু হয়েছে। তারপরেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে বাণী হাজরার বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কাটমানি ফেরতের দাবি করেন তাঁরা।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের তৃণমূল সদস্য বাণী হাজরা। এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেছেন তিনি।