'যে আসনে দাঁড়ান, জামানত জব্দ করে ছাড়বে সুজাতা',পূর্বস্থলীর সভা থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ সৌমিত্র পত্নীর
শুভেন্দু বিজেপিতে যোগ দিতেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। মুখ্যমন্ত্রী হওয়ার লোভেই শুভেন্দু বিজেপিতে গিয়েছেন বলে ফাঁস করেন সুজাতা। তাকেই এবার শুভেন্দুর বিরুদ্ধে হাতিয়ার করছে তৃণমূল। বৃহস্পতিবার পূর্বস্থলীতে শুভেন্দুর পাল্টা সভায় সুজাতা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন একুশের ভোটে যে আসনেই দাঁড়বেন শুভেন্দু সেখানেই তাঁকে জামানত জব্দ করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য সুজাতা বিজেপিতে যোগ দেওয়ার পরেই সৌমিত্র খাঁ তাঁকে ডিভোর্স নোটিস পাঠান। এদিকে বৃহস্পতিবার কাঁথিতে শুভেন্দর রোড শোয়ের সিংহভাগ জুড়ে ছিলেন সৌমিত্র খাঁ।


শুভেন্দুর জামানত জব্দ হবে
বৃহস্পতিবার পূর্বস্থলীর সভা থেকে শুভেন্দু অধিকারীর জামানত জব্দ করার চ্যালেঞ্জ দিলেন সুজাতা খাঁ। শুভেন্দুর পাল্টা সভা হিসেবে এদিন পূর্বস্থলীতে সভা করে তৃণমূল কংগ্রেস। যার প্রধান বক্তা ছিলেন সদ্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ েদওয়া বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। শুভেন্দুর বিরুদ্ধে এবার সুজাতা খাঁকেই ব্যবহার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কারণ শুভেন্দু বিজেপিতে যোগ দেএয়ার পরেই দলের পচন ধরেছে অভিযোদ করে তৃণমূলে যোগ দেন সুজাতা খাঁ।

শুভেন্দুকে আক্রমণ সুজাতার
তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই শুভেন্দুকে পচা আলু বলে আক্রমণ শানিয়েছিলেন সুজাতা। মুখ্যমন্ত্রী হওয়ার লোভেই শুভেন্দু বিজেপিতে যোগদান করেছেন বলেও দাবি করেছেন তিনি। বিেজপিতে ৬ জন মুখ্যমন্ত্রী এবং ১৩ জন উপমুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটে সৌমিত্রর অনুপস্থিতিতে তাঁর হয়ে প্রচার করে জিতিয়েছিলেন সুজাতা খাঁ। তৃণমূলও তাই সুজাতাকে সহজ ভাবে নিতে চাইছে না। যথেষ্ট গুরুত্ব দিয়েই সুজাতাকে প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে।

সুজাতাকে ডিভোর্স নোটিস
বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেন বিজেপি যুব মোর্চা নেতা সৌমিত্র খাঁ। সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস রাজনীতির জন্য সংসার ভাঙছে। তারপরের দিনই সুজাতাকে ডিভোর্স নোটিস পাঠানো হয়। তাতে সৌমিত্র সুজাতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। ডিভোর্স নোটিসে সৌমিত্র লিখেছেন সুজাতা ঝগড়াটে এবং তঁর উপর মানসিক অত্যাচার করতেন এমনকী সুজাতা তার উপর মানসিক চাপও তৈরি করতেন বলে লিখেছেন। যদিও সুজাতা কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি কোনও ভাবেই ডিভোর্সের কথা ভাবছেন না।

শুভেন্দুর রোড শোয়ে সৌমিত্র
একদিকে যখন সুজাতা পূর্বস্থলীতে শুভেন্দু অধিকারীর জামানত জব্দের চ্যালেঞ্জ জানাচ্ছেন। অন্যদিকে সৌমিত্র খান তখন শুভেন্দু অধিকারীর রোড শোয়ে। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে রোড শো পরিচালনা করছেন। যুব মোর্চার সভাপতির উপরেই শুভেন্দুর রোড শো সফল করার দায়িত্ব দিয়েছিল দল। এদিক কাঁথির সভা থেকেও শুভেন্দু অধিকারী সৌমিত্রর প্রশংসা করেছেন। সঠিক সময়ে দল বদলে সৌমিত্র উপযুক্ত কাজ করেছেন বলে মন্তব্য করেন শুভেন্দু।
'ভুল সিদ্ধান্ত নিইনি, জনগনের সিলমোহর পেলাম', শুভেন্দুর রোড শোয়ে গেরুয়া স্রোতে ভাসল কাঁথি