For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়কে কুকুরেও চাটবে না, শালীনতা ছাড়িয়ে আক্রমণ মমতার দলের এই নেতার, দেখুন ভিডিও

পঞ্চায়েত নির্বাচনে কোনও একটি বুথ থেকে দাঁড়ান মুকুল রায়। জিততে পারবেন না। কুকুরেও চাটবে না। এমনই বিতর্কিত মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনে কোনও একটি বুথ থেকে দাঁড়ান মুকুল রায়। জিততে পারবেন না। কুকুরেও চাটবে না। এমনই বিতর্কিত মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা।

মুকুল রায়কে কুকুরেও চাটবে না, শালীনতা ছাড়িয়ে আক্রমণ মমতার দলের এই নেতার, দেখুন ভিডিও

উপলক্ষ্য রাজস্থানে লাভ জেহাদের নামে মালদহের আফরাজুল খানের খুনের প্রতিবাদ। দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি মোড় থেকে সোনারপুর পর্যন্ত মিছিল করে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস। মিছিলে ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা। মিছিল শেষে ভাষণ দেন সওকত মোল্লা। সেখানেই বিজেপি নেতা মুকুল রায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করেন সওকত মোল্লা। বিজেপে নেতারা সাধারণ মানুষকে মাংস ও মাছ খেতে বারণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মুকুল রায়কে কুকুরেও চাটবে না, শালীনতা ছাড়িয়ে আক্রমণ মমতার দলের এই নেতার, দেখুন ভিডিও

দলীয় সভা থেকে সওকত মোল্লা বলেন, মুকুল রায় বলেছেন পঞ্চায়েত নির্বাচনে ৭৭ হাজার বুথে লোক দেবেন তিনি। সওকতের চ্যালেঞ্জ, পঞ্চায়েত নির্বাচনে কোনও একটি বুথ থেকে নির্বাচনে জিতে দেখাক মুকুল রায়। সমাবেশে বিজেপি এবং আরএসএসকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে রামকৃষ্ণ ও বিবেকানন্দের নাম টানেন প্রাক্তন সিপিএম নেতা সওকত মোল্লা। একইসঙ্গে তিনি বলেন, কুকুরেও চাটবে না মুকুল রায়কে।

শালীনতা ছাড়ানো এই তৃণমূল নেতার আক্রমণের কড়া সমালোচনা করেছে বিজেপি। সূত্রের খবর, এই আক্রমণাত্মক বক্তব্যের পিছনে রাজ্য নেতৃত্বের অনুমোদন রয়েছে বলেই অভিযোগ করেছে বিজেপি।

English summary
TMC leader of South 24 parganas Saukat Molla critises Mukul Roy using slang language.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X