For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে আসতে চেয়েছিলেন দিলীপ ঘোষ, বিস্ফোরক দাবি সৌগতর, তোলপাড় বিজেপি

তৃণমূলে আসতে চেয়েছিলেন দিলীপ ঘোষ, বিস্ফোরক দাবি সৌগতর, তোলপাড় বিজেপি

Google Oneindia Bengali News

ফের বিস্ফোরক দমদমের সাংসদ সৌগত রায়। এবার সরাসরি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করেছেন তিনি। সৌগত রায় দাবি করেছেন একুশের ভোটের আগে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ। কান্তু টিএমসি তাঁকে নেয়নি। কারণ দিলীপ ঘোষের যোগ্যতা নেই টিএমসিতে যোগ দেওয়ার। সৌগত রায়ের এই দাবির পরেই শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে।

বিস্ফোরক অভিযোগ সৌগতর

বিস্ফোরক অভিযোগ সৌগতর

ফের বিস্ফোরক টিএমসি সাংসদ সৌগত রায়ে তীব্র নিশানা করে বলেছেন একুশের ভোটের আগে টিএমসিতে যোগ দিতে চেয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কিন্তু দল তাঁকে যোগ্য মনে করেনি। তাই ফিরিয়ে দিয়েছিল। সৌগত রায়ের দাবি টিএমসি তাঁকে যোগ্য মনে করেনি েসকারণে দলে নেয়নি। সৌগত রােয়র এই মন্তব্যের পরে বিজেপির অন্দরে যাকে বলে হইচই পড়ে গিয়েছে।

সৌগতকে পাল্টা তোপ দিলীপের

সৌগতকে পাল্টা তোপ দিলীপের

টিএমসি সাংসদকে পাল্টা নিশানা করেছেন দিলীপ ঘোষও। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন,'পেছনে কুকুর ঘেউ ঘেউ করলে পড়ে যাবে, সে আবার ডায়লগ মারছে। পিঠের ছাল তুলে জুতো বানাবে বলেছে, আপনি সাবধান থাকুন, পিঠের ছাল ও কোমরের কাপড় কিছুই থাকবে না কিছুদিন পরে, এরপরে কি ওনাকে ফুল দিয়ে পুজো করব, আপনাকে জুতো পেটা করা উচিত।'

সৌগত রায়কে কটাক্ষ

সৌগত রায়কে কটাক্ষ

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তীব্র নিশানা করে বলেছেন, 'একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক যদি এই কথা বলেন সেক্ষেত্রে শিক্ষাব্যবস্থার অবস্থা নিশ্চই বুঝতে পারছেন! আমরা আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে একসময় গর্ব করতাম। প্রসঙ্গত উল্লখ্য অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই একের পর এক টিএমসি নেতা বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন। সৌগত রায় শুধু নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদাররাও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তাই িনয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

সম্পত্তি মামলা নিয়ে তোপ দিলীপের

সম্পত্তি মামলা নিয়ে তোপ দিলীপের


গতকাল কলকাতা হাইকোর্টে বিজেপি, সিপিএম, কংগ্রেসের ১৭ জন নেতার বিরুদ্ধে আয় বহির্ভুত সম্পত্তি রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ তীব্র নিশানা করেছেন, তিনি বলেছেন, গায়ে কাদা লাগানোর চেষ্টা হচ্ছে। এটা প্রেস্টিজের ব্যাপার। কে কার কাছ থেকে টাকা নিয়েছে, কেউ কি অভিযোগ করেছে? কোর্ট যা মনে করবে তাই করবে। এতদিন সিআইডি দিয়ে তদন্ত করাতে পারতেন। করাননি কেন? জানেন যে এইগুলো মিথ্যা।'

মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা কার নির্দেশে? বোমা ফাটালেন কেজরিওয়ালমণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা কার নির্দেশে? বোমা ফাটালেন কেজরিওয়াল

English summary
Sougata Roy Target Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X