For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত-গড়ে ফের শুট-আউট! রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল পুরপ্রধানের ছেলে, চাঞ্চল্য

ফের শুটআউট বাংলায়। জয়নগরের ভয়াবহ শুটআউটের রেশ কাটেনি। উলুবেড়িয়ায় শুটআউটে এক অটোচালকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অদ্যাবধির পরেই বীরভূমে শুটআউট হয়।

  • |
Google Oneindia Bengali News

ফের শুটআউট বাংলায়। জয়নগরের ভয়াবহ শুটআউটের রেশ কাটেনি। তারপরেই ঘটেছে আসানসোলের কুলটিতে শুটআউটের ঘটনা। আর শুক্রবার উলুবেড়িয়ায় শুটআউটে এক অটোচালকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অদ্যাবধির পরেই বীরভূমে শুটআউট হয়ে গেল। সেই শুটআউটে গুলিবিদ্ধ হলেন প্রাক্তবন পুরপ্রধানের ছেলে।

TMC leader’s son Arka Pandey is shot out at Birbhum. The fear is spread after this shootout at Anubrta Mandal’s area

বীরভূমের দুবরাজপুরে এই শুট আউটের ঘটনা ঘটে। প্রাক্তন চেয়ারম্যান পীযুষ পাণ্ডের ছেলে অর্ককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় অর্ক স্টেডিয়ামের পাশে পড়েছিল। দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। যদিও ছেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্বীকার করছেন না পীযুষ পাণ্ডে।

তিনি দাবি করেন, রক্তাক্ত অবস্থায় পড়েছিল অর্ক। কিন্তু তাঁর শরীরে কোনও গুলি পাওয়া যায়নি। তার জেরে এই শুটআউটের ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশও জানিয়েছে, গুলিবিদ্ধ হয়নি অর্ক। হাসপাতালের সুপার অবশ্য জানিয়েছেন, অর্কের শরীর থেকে গুলি বের করা হয়েছে। একটি নয়, দু-দুটি গুলি পাওয়া গিয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্দুকের গুলির আওয়াজ পেয়েছিলেন তাঁরা। এর আগে বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ব্লক সভাপতির।

শুক্রবার ভরসন্ধ্যায় উলুবেড়িয়ার হীরাপুরে গুলি চলে। দুষ্কৃতীরা যাত্রী সেজে অটোয় উঠে অটো চালককে গুলি করে পালিয়ে যায়। তার জেরে মৃত্যু হয় আশিস জেলে নামে বছর ২৬-এর এক যুবকের। তাঁর বাড়ি আমতার শেরপুর এলাকায়। পুরনো বিবাদের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ।

English summary
TMC leader’s son Arka Pandey is shot out at Birbhum. The fear is spread after this shootout at Anubrta Mandal’s area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X