For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরল মাওবাদী হামলার স্মৃতি, জঙ্গলমহলে তৃণমূলের নেতার বাড়িতে আগুন

ফিরল মাওবাদী হামলার স্মৃতি, জঙ্গলমহলে তৃণমূলের নেতার বাড়িতে আগুন

  • |
Google Oneindia Bengali News

ঘোর তৃণমূল জমানাতেও জঙ্গলমহলে মাওবাদী হামলার স্মৃতি। শনিবার গভীর রাতে লালগড়ে এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর বাড়িতে। মুহুর্তেই ভস্মীভূত হয়ে যায় সেই বাড়ি। অভিযোাগ ওই নেতা যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তার জন্য বাড়ির দরজাতেও আগুন ধরানো হয়েছিল।

জঙ্গলমহলে তৃণমূল নেতার বাড়িতে আগুন

জঙ্গলমহলে তৃণমূল নেতার বাড়িতে আগুন

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ শনিবার রাত প্রায় ১২ টা নাগাদ এলাকায় হামলা চালায় দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলে কার্যকরী সভাপতির বাড়িতে। অভিযোগ দলের নেতাকে পুড়িয়ে মারতে বাড়ির দরজাতেও আগুন ধরায় দুষ্কৃতীরা।

প্রাণে বাঁচল ২ শিশু সহ পরিবার

প্রাণে বাঁচল ২ শিশু সহ পরিবার

সেই সময় বাড়িতে আগুন লাগানো হয় সেই সময় বাড়িতে ওই নেতা ছাড়াও পরিবারের সদস্যরাও ছিলেন। ছিল দুটি শিশু। বাড়ি ভস্মীভূত হওয়ায় দুটি শিশুকে নিয়ে কার্য পথে বসেছে ওই নেতা ও তার পরিবার। দলের তরফ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

 বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

দলের নেতার বাড়িতে আগুন লাগানোর ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগের তির বিজেপির দিকে। বিষয়টি নিয়ে লালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লালগড়ের তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, যাতে আক্রমণকারীরা দৃষ্টান্তমূলক সাজা পায়, তার জন্য।

অভিযোগ অস্বীকার বিজেপির

অভিযোগ অস্বীকার বিজেপির

জেলা বিজেপির তরফে এই হামলার পিছনে দলের থাকার কথা অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।

'আমার ছেলে খুন হওয়ার এক মাস বাদে খবর পাই, তারপর.. ' পদ্মশ্রী পেতে চলা মহম্মদ শরিফ জানালেন কোন কাহিনি'আমার ছেলে খুন হওয়ার এক মাস বাদে খবর পাই, তারপর.. ' পদ্মশ্রী পেতে চলা মহম্মদ শরিফ জানালেন কোন কাহিনি

English summary
TMC leader's house at Lalgarh is allegedly set on fire by miscreants returns Maoist memories. TMC alleged BJP is responsible in this case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X