For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের প্রতীকে সাংসদ হয়ে কীভাবে শিবির বদল? শিশির অধিকারীর সদস্যপদ বাতিলের দাবিতে স্পিকারকে চিঠি তৃণমূলের

তৃণমূলের প্রতীকে সাংসদ হয়ে কীভাবে শিবির বদল? শিশির অধিকারীর সদস্যপদ বাতিলের দাবিতে স্পিকারকে চিঠি তৃণমূলের

  • |
Google Oneindia Bengali News

জল্পনা ছিলই। আর সেই জল্পনাকে সত্যি করেই বিজেপিতে যোগ দিয়েছেন শিশির অধিকারী। অমিত শাহের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি। তবে তাঁদের জোর করেই একবার বিজেপিতে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন বর্ষীয়ান এই সাংসদ। এমনকি তৃণমূল থেকে পদত্যাগ করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাতে যা ইচ্ছা তাঁরা করে নিতে পারে বলে দাবি সাংদের। আর এরপরেই বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের।

সদস্যপদ বাতিলের দাবিতে চিঠি তৃণমূলের

সদস্যপদ বাতিলের দাবিতে চিঠি তৃণমূলের

কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী। দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। গত কয়েকমাস আগেই বিজেপিতে যোগ দেন বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী। এরপর থেকেই কার্যত তৃণমূলে কোনঠাসা অধিকারী পরিবার। রবিবার শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। এরপরেই তাঁর সদস্যপদ বাতিলের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলবদলের আগে তৃণমূলের প্রতীকে সাংসদ হওয়া সত্ত্বেও কীভাবে পদত্যাগ না করে শিবির বদল করছেন সাংসদ? মঙ্গলবার ঠিক এই প্রশ্নটাই তোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না কেন?

সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না কেন?

এদিন শিশির অধিকারীর বিজেপি যোগ নিয়ে মুখ খোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু বলেন, "যাঁরা যাচ্ছেন তাঁরা যাবেন। আমরা চেষ্টা করলাম। এত বছর ক্ষমতা ভোগ করার পর ঠিক নির্বাচনের সময় চলে যাচ্ছেন। কিন্তু, সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না কেন? এত ভয় কীসের?" দিবে্যেব্দু প্রসঙ্গে পার্থবাবু আরও বলেন, "শুনছি ওঁর ছেলেও যাবেন। যেখানে খুশি সেখানে যান, সাংসদ পদ থেকে পদত্যাগ করে যান।"

বিজেপির হয়ে প্রচারেও বের হচ্ছেন শিশিরবাবু

বিজেপির হয়ে প্রচারেও বের হচ্ছেন শিশিরবাবু

রবিবার বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোমবার বিজেপির হয়ে প্রচারে বের হন শিশির অধিকারী। বিজেপি প্রার্থীর হয়ে প্রচার বের হন। আর সেই প্রচারে বেরিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়তে হয় শিশিরবাবুকে।

চিটিংবাজ স্লোগান!

চিটিংবাজ স্লোগান!

কাঁথি মানে অধিকারী গড়! বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার সন্ধ্যায় প্রচারে নামেন শিশির অধিকারী। বিজেপি প্রার্থী সুমিতা সিনহার প্রচারে সন্ধেয় তিনি কাঁকগেছিয়ায় একটি সভায় যান। আর সেখানে যেতেই ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শিশির অধিকারীকে ঘিরে ধরে চলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। চিটিংবাজ বলেও স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। কাঁথির কাঁকগেছিয়ায় ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। শিশির অধিকারীর গাড়ি ঘিরে ধরে লাগাতার তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। প্রায় ঘণ্টাখানের তাঁকে গাড়িতেই আটকে রাখা হয় বলে অভিযোগ। যদিও শিশিরবাবুর নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে রাখে। তাঁর চারপাশে কাউকে ঘেষতে দেয়নি। অন্যদিকে, বিজেপি সভাস্থলের কাছাকাছি চলে যান তৃণমূল সমর্থকরা। এনিয়ে বিজেপি এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ।

কাঁথির সভার জন্য আমন্ত্রণ দিব্যেন্দু অধিকারীকে

কাঁথির সভার জন্য আমন্ত্রণ দিব্যেন্দু অধিকারীকে

২৪ মার্চ কাঁথিতে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় হাজির থাকতে দিব্যেন্দু অধিকারীকে বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। একথা সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন তমলুকের সাংসদ।

দেখি কী করি, বলেছেন দিব্যেন্দু

দেখি কী করি, বলেছেন দিব্যেন্দু

তৃণমূলের সঙ্গে সংযোগ পুরোপুরি ছেদের পথে কাঁথির অধিকারী পরিবার। কাঁথিতে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর উপস্থিতিতে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন এবং তিনি শিশির অধিকারীর পথ অনুসরণ করতে পারেন। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এব্যাপারে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁকে বিজেপির সভায় হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেখানে তিনি উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারিঅভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি

English summary
tmc leader partha chatterjee letter to loksabha speaker om birla to cancel mp validation of sisir adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X