কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার বর্ধমানের তৃণমূল নেতা
চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল বর্ধমানের তৃণমূল কংগ্রেস নেতা সীতারাম মুখোপাধ্যায়কে। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীও। শাসক দলের নেতা হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে মৎস্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করে পুলিস।

বীরভূমের রামপুরহাটের এক যুবকের কাছে ১২ লাখ টাকা চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। মৎস্য দফতরে চাকরি পাওয়ার আশায় ৫ লাখ টাকা সীতারামবাবুকে দিয়েছিলেন ওই যুবক। তারপর ভুয়ো কাগজপত্র দিয়ে মৎস্য দফতরে কাজ করতে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন নিয়োগের সব কাগজ ভুয়ো। তারপরেই থানায় অভিযোগ জানান রামপুরহাটের বাসিন্দা ওই যুবক।
বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা সীতারাম মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের অভিযোগও ছিল। বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনা জানার পর দায় ঝেড়ে ফেলেছে। দোষীর শাস্তি হবে বলে জানিয়েছে দল।