For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশিক্ষণ ছাড়াই ভ্যাকসিন দেওয়া তৃণমূল নেত্রীর ছবি ভাইরাল! সাফাই নিয়ে কটাক্ষ বিজেপির, সমালোচনায় চিকিৎসকরা

এবার প্রশিক্ষণ ছাড়া ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূল নেত্রী (trinamool congress)। এদিন আসানসোলে বিদায়ী ডেপুটি মেয়র তবাসুম আরা(tabassum ara) এক ভ্যাকসিন প্রদান কেন্দ্রে যান এবং এক মহিলাকে তিনি ভ্যাকসিন দিয়ে দ

  • |
Google Oneindia Bengali News

এবার প্রশিক্ষণ ছাড়া ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূল নেত্রী (trinamool congress)। এদিন আসানসোলে বিদায়ী ডেপুটি মেয়র তবাসুম আরা(tabassum ara) এক ভ্যাকসিন প্রদান কেন্দ্রে যান এবং এক মহিলাকে তিনি ভ্যাকসিন দিয়ে দেন। যদিও পরে তিনি সংবাদ মাধ্যমে জানান, ভ্যাকসিন তিনি দেননি।

Recommended Video

নার্সের হাত থেকে সিরিঞ্জ কেড়ে ভ্যাকসিন দিলেন তৃণমূলের পুর প্রশাসক |Oneindia Bengali

যত গণ্ডগোল আসানসোলে

যত গণ্ডগোল আসানসোলে

এদিন আসানসোলের চবকা সীতারামপুরে আসানসোল পুরসভার পরিচালনায় এবং স্থানীয় দুর্বার সমিতির সহযোগিতায় টিকাকরণের শিবির খোলা হয়েছিল। সেখানে হাজির ছিলেন সাধারণ মানুষ থেকে পুরপ্রশাসনের কর্তা সবাই। সেখানেই দেখা যায় বিদায়ী ডেপুটি মেয়র তথা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তবাসুম আরা এক মহিলাকে ভ্যাকসিন দিচ্ছেন। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। একজন ব্যক্তি যাঁর কিনা প্রশিক্ষণ নেই তিনি ভ্যাকসিন দিলেন কী করে, প্রশ্ন করতে থাকেন সকলেই। যে মহিলাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তিনি সংবাদ মাধ্যমকে বলেন, নার্সের পাশে থাকা মহিলা তাঁকে ভ্যাকসিন দিয়েছেন।

উৎসাহ দিতে গিয়েছিলাম, ভ্যাকসিন দিইনি

উৎসাহ দিতে গিয়েছিলাম, ভ্যাকসিন দিইনি

যদি পরের মুহূর্তেই ওই তৃণমূল নেত্রী বলেন, তিনি উৎসাহ দিতেই সেখানে গিয়েছিলেন। তিনি সেখানে ভ্যাকসিন দেননি। তিনি দাবি করেন, স্কুলে পরার সময় তিনি নার্সিং-এর কোর্সও করেছিলেন। যদিও ছবি কথা বলে। তাই নেত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন পুর প্রশাসনের চিকিৎসক থেকে পুরপ্রশাসক মণ্ডলীর অন্য সদস্যরা। তাঁরা বলেছেন এটা সিস্টেম নয়। এব্যাপারে যোগাযোগ করলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিএমওএইচের থেকে।

পাশে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

পাশে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

যদিও ওই নেত্রীর পাশে দাঁড়িয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের মুখপাত্র সুখেন্দুশেখর রায় এই ঘটনার সঙ্গে দেশ জোড়ো কোয়ার্ক ডাক্তারদের সঙ্গে তুলনা করেছেন। তিনি দলের নেত্রীর ভ্যাকসিন দেওয়ার পিছনে কোনও দোষ দেখতে পাননি।

নিশানা বিজেপির

নিশানা বিজেপির

এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেন আসানসোল দক্ষিণ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূল মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি প্রশ্ন করেছে নার্সদের উপস্থিতিতে কেন তাঁকে এই ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিল। অন্যদিকে স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেছেন, প্রশাসকমণ্ডলীর সদস্যদের ওপরে কোনও নিয়ন্ত্রণ নেই সরকারের। এই ধরনের নেত্রীরা মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সমালোচনায় চিকিৎসকমহল

সমালোচনায় চিকিৎসকমহল

এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক থেকে শুরু করে চিকিৎসক মানস গুমটা বলেছেন, যদি সঠিকভাবে ভ্যাকসিন না দেওয়া যায়, তাহলে তা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। টিকাকরণ কেন্দ্রে কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন করেছেন তাঁরা।

বাঁকুড়ায় ভ্যাকসিন সেন্টারে 'অ্যাকশন', মহিলাদের মারধরের অভিযোগ! করোনা বিধি না মানায় অভিযুক্ত পুলিশবাঁকুড়ায় ভ্যাকসিন সেন্টারে 'অ্যাকশন', মহিলাদের মারধরের অভিযোগ! করোনা বিধি না মানায় অভিযুক্ত পুলিশ

English summary
TMC leader of Asansol Tabasuum Ara gives vaccine thout training in asansol creates controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X