For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেখ বাংলার গণতন্ত্র!', তৃণমূলের থেকে শিক্ষা নিতে বলে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রী মমতার

'দেখ বাংলার গণতন্ত্র!', শিক্ষা নিতে বলে বিজেপিকে তোপ মমতার

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরোধিতায় ফের এদিন মঙ্গলবার পথে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান সরণিতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে মিছিল শুরু করার আগে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই বাংলার গণতন্ত্রের থেকে শিক্ষা নিতে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'বাংলাকে ভাগ করতে দেব না'

'বাংলাকে ভাগ করতে দেব না'

আজ মমতা বলেন, 'ধর্মের নামে দেশকে বিভাজন করছে বিজেপি। আজকের এই আন্দোলন ভারতের অধিকার রক্ষার আন্দোলন। ভারতের সব মানুষের অধিকার রক্ষার আন্দোলন। বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সারা দেশে এনআরসি হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন তাঁরা নাকি এমন কথা বলেননি। দেশের পাশাপাশি বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। আমরা ভাগ করতে দেব না। '

 'দেখ বাংলার গণতন্ত্র'

'দেখ বাংলার গণতন্ত্র'

এরপর তিনি বিজেপিকে আক্রমণ করে আগে নিজের গড় সামলাতে বলে বাংলা থেকে শিক্ষা নিতে বলেন। তিনি বলেন, 'দেখ বাংলার গণতন্ত্র। হাঁটতে পারে না তবুও মিছিল করতে হবে। গাড়ি করে শহরে মিছিল করে গেল। এদিকে আমি উত্তরপ্রদেশে আমার দলের এক প্রতিনিধি দলকে পাঠিয়েছিলাম। দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে সেই দলকে বিমানবন্দর থেকেই বেরোতে দিল না। উত্তরপ্রদেশে কতজন গুলিতে মারা গেছে ? দিল্লি জ্বলছে, বিজেপির পুলিশ জ্বলছে। উত্তরপ্রদেশ জ্বলছে, সেখানে বিজেপির পুলিশ। কর্ণাটক জ্বলছে, সেখানেও বিজেপির পুলিশ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি।'

'মতুয়াদের আবার লাইনে জাঁড় করাবে ওরা'

'মতুয়াদের আবার লাইনে জাঁড় করাবে ওরা'

এরপর তিনি মতুয়াদের উস্কানি দেওয়া নিয়েও তোপ দাগেন বিজেপির উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী বলেন, 'আজ বড় মতুয়া মতুয়া করছে। মতুয়ারা সকলেই এদেশের নাগরিক। মতুয়াদের কেন অসম্মান করছেন ? আমি বড়মায়ের চিকিৎসার ভার বহন করেছি ৩০ বছর। মতুয়াদের জন্য আমি হাসপাতাল গড়ে দিয়েছ। মতুয়াদের জন্য আমি বিশ্ববিদ্যালয় গড়ে দিয়েছি। ওরা চায় মতুয়ারা আবার লাইনে লাগুক। আবার ওদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এ আমি হতে দেব না।'

ঝাড়খণ্ডে বিজেপির হার নিয়ে কটাক্ষ

ঝাড়খণ্ডে বিজেপির হার নিয়ে কটাক্ষ

পাশাপাশি বিজেপির এই আইন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, 'একে একে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড হেরেছে। ওদের এই আইন দেশএর মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। বাকি দেশও এই আইনকে মেনে নেয়নি।'

রাজ্যপালকে ন্যাকা বলে তোপ

রাজ্যপালকে ন্যাকা বলে তোপ

পাশাপাশি আজ রাজ্যপালকেও আক্রমণ করেন মমতা। তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, 'বাঁকা লোক, ন্যাকা লোক।' প্রসঙ্গত, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখএ পড়েন রাজ্যপাল। এরপরে তাঁকে ফিরে আসতে হয়। তবে আজ তিনি এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ি করেন। পাশাপাশি মমতার উদ্দেশ্যে টুইটও করেন ঘটনাস্থল থেকে।

যাদবপুরে এক ঘণ্টা ধরে আটকে গাড়ি থেকে রাজ্যপালের টুইট ! মমতাকে দিলেন কোন বার্তা যাদবপুরে এক ঘণ্টা ধরে আটকে গাড়ি থেকে রাজ্যপালের টুইট ! মমতাকে দিলেন কোন বার্তা

যাদবপুরের বিক্ষোভকে 'পরিকল্পিত ঘটনা' বলে ক্ষোভ উগড়ালেন ধনকড়! কাকে রাখলেন নিশানায় যাদবপুরের বিক্ষোভকে 'পরিকল্পিত ঘটনা' বলে ক্ষোভ উগড়ালেন ধনকড়! কাকে রাখলেন নিশানায়

English summary
tmc leader mamata banerjee asked bjp to learn from bengal's democracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X