মদনদা ইজ ব্যাক! করোনা লকডাউনে নতুন চেহারায় তৃণমূল নেতা
একদিকে যেমন নিজের কাজে পরিবর্তন এনেছেন, ঠিক তেমনই চেহারাতেও পরিবর্তন এনেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। চেহারা এখন স্লিম। গোঁফটাই উড়িয়ে দিয়েছেন।

খাবার রুটিনে বদল
আগে দুবেলা ভাল খাওয়ার চল ছিল তাঁর। কিন্তু এখন সেই রুটিনে বদল এসেছে। এখন কাজের ব্যস্ততায় সকালের ভাত খেতে বিকেল হয়ে যায়। ফলে রাতে ভাত চলে না। চা আর কফি খেয়ে দিন কেটে যায়।

সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের নতুন ছবি
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের নতুন ছবি বেরিয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে তাঁর গোঁফটাও নেই। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, নাতির সঙ্গে খেলতে গিয়ে একটা হাতে চোট পেয়েছিলেন। সেই হাত দিয়েই লকডাউনে দাড়ি কামাতে গিয়ে গোঁফের একটা দিক বেশি কাটা হয়ে গিয়েছিল। ফলে পুরোটাই ছেঁটে ফেলেছেন।

মদনদা ইজ ব্যাক
নিজেই বলছেন নিজদের অনুগামীদের কথা। তাঁর নতুন চেহারায় অনুগামীরা বলছেন মদনদা ইজ ব্যাক। বয়স যেন কমে গিয়েছে ২০ টা বছর। তিনি বলছেন, অপরকে সুস্থ থাকার কথা বলতে গেলে, নিজেকে সুস্থ থাকতে হয়। ফলে একগাল দাঁড়ি, গোফ নিয়ে ভাল দেখায় না।

লকডাউনেও ভবানীপুর থেকে দক্ষিণেশ্বর
নিজে গৃহবন্দি থাকলেও, ভবানীপুরের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছেন তিনি। এর উল্টোটাও ঘটছে। সামাজিক দূরত্ব মান্য করতে নিজেই গাড়ি চালাচ্ছেন, সঙ্গে কাউকেই নিচ্ছেন না। নিজের গাড়ি নিজেই স্যানিটাইজ করার কথা জানিয়েছেন তিনি। বাড়িতে সঙ্গ দিচ্ছে নাতি। এছাড়াও রয়েছে বই আর খবর দেখা।
লাইভ ছবিতে নেই, প্রোগ্রামিং-এ আছি! নতুন ভূমিকায় মদন মিত্র