For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাইভ ছবিতে নেই, প্রোগ্রামিং-এ আছি! নতুন ভূমিকায় মদন মিত্র

লাইভ ছবিতে নেই, প্রোগ্রামিং-এ আছি! নতুন ভূমিকায় মদন মিত্র

  • |
Google Oneindia Bengali News

নতুন ভূমিকায় প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। এখন ফেসবুক লাইভে তাঁকে দেখতে পাওয়া না গেলেও নিজের পুরনো ফোন নম্বরই বিলিয়ে দিয়েছেন। বলেছেন, কোনও সমস্যা থাকলে যেন তাঁকে কেউ ফোন করেন। কোনও সময় ভবানীপুর কিংবা কোনও সময় দক্ষিণেশ্বর, বাড়িতে বসেই কাজ চালাচ্ছেন তিনি।

নতুন ভূমিকায় মদন মিত্র

নতুন ভূমিকায় মদন মিত্র

লকডাউনেও কোনও সময় ভবানীপুর আবার কোনও সময় দক্ষিণেশ্বরের বাড়িতে পাওয়া যাচ্ছে মদন মিত্রকে। বাড়িতে বসেই কাজ করছেন তিনি। নিজেই বলছেন, লাইভ ছবিতে নেই, লাইভ প্রোগ্রামিং-এ আছি।

 বন্ধুদের ফোনে কাউন্সেলিং

বন্ধুদের ফোনে কাউন্সেলিং

মদল মিত্রে এখন কাউন্সেলরের ভূমিকায়। ফোনেই বিদেশে থাকা বন্ধু, পরিচিতদের কাউন্সেলিং করছেন। কেউ ঘরে থাকতে চাইছে না। রাতে বাইরে বেরিয়ে পড়ছে। জগিং করছে পার্কে গিয়ে। সবই হচ্ছে হতাশা কাটাতে। লকডাউন অবস্থায় বন্ধু কিংবা পরিটিতদের সঙ্গে কথা বলতে পারলে তাঁদেরও একটু ভাল লাগবে। লকডাউনে গৃহবন্দি থাকলেও তিনি ভেঙে পড়েননি, সে কথা জানাচ্ছেন তিনি। তাঁর মতে এই অবস্থা তিনমাস চললেও অসুবিধা নেই।

 থাকছেন দুই বাড়িতে

থাকছেন দুই বাড়িতে

নিজে গৃহবন্দি থাকলেও, ভবানীপুরের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছেন তিনি। এর উল্টোটাও ঘটছে। সামাজিক দূরত্ব মান্য করতে নিজেই গাড়ি চালাচ্ছেন, সঙ্গে কাউকেই নিচ্ছেন না। নিজের গাড়ি নিজেই স্যানিটাইজ করার কথা জানিয়েছেন তিনি। বাড়িতে সঙ্গ দিচ্ছে নাতি। এছাড়াও রয়েছে বই আর খবর দেখা।

সঙ্গে চলছে পুরনো স্বেচ্ছাসেবামূলক কাজও

সঙ্গে চলছে পুরনো স্বেচ্ছাসেবামূলক কাজও

মদন মিত্র নিজেই জানিয়েছেন, আগে থেকে চালু থাকা পুরনো স্বেচ্ছাসেবামূলক কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। সঙ্গি জড়িত সংগঠনের সংখ্যাটা ৫০০-র ওপরে। সেই তালিকায় ক্লাব ছাড়াও স্কুলের পরিচালন কমিটিও রয়েছে।

 পিওকে-তে ওত পেয়ে আছে ৩০০ জঙ্গি, কুলগামে নিকেশ ৩ পিওকে-তে ওত পেয়ে আছে ৩০০ জঙ্গি, কুলগামে নিকেশ ৩

English summary
TMC leader Madan Mitra in a new role in Corona lockdown. He is available whether in Bhabanipur or in Dakshineswar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X