For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১১-য় ভ্যানিশ হয়েছে সিপিএম, বিজেপি ফিনিশ ২০১৯-এ, তথ্য দিয়ে বোঝালেন মদন

বাংলাকে গুজরাতের মতো চোখের জল ফেলতে হবে না, পঞ্চায়েত ভোটের আগেই তা নিশ্চিত করেই বলে দিলেন মদন মিত্র।

Google Oneindia Bengali News

বাংলাকে গুজরাতের মতো চোখের জল ফেলতে হবে না, পঞ্চায়েত ভোটের আগেই তা নিশ্চিত করেই বলে দিলেন মদন মিত্র। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এদিন বিজেপির বিরুদ্ধে বাক্যবাণ ছুড়ে বলেন, '২৫ হাজারের বেশি আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। ৭০ হাজার আসনে প্রার্থী দিতে হলে ধার করতে হবে তৃণমূলের কাছে।''

বিজেপি ফিনিশ ২০১৯-এ

বিজেপিকে তুলোধনা করে মদন বলেন, '২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভ্যানিস করে ছেড়েছেন সিপিএমকে। এখন দুরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। এবার পালা বিজেপির। ২০১৯-এ বাংলা থেকে বিজেপিকে ভ্যানিস করে ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্কই বলছে পঞ্চায়েতে জয় সুনিশ্চিত। আর তারপর ২০১৯-এ একেবারে ফিনিশ বিজেপি।'

এদিন শিলিগুড়িতে দলীয় এক অনুষ্ঠানে মদন মিত্র বলেন, 'পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার কোনও সম্ভাবনা নেই। যাবতীয় সম্ভাবনা তৃণমূলকে ঘিরে। কারণ তৃণমূল ক্রমশ শক্তি সঞ্চয় করে দিল্লির দিকে এগোচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর দেশের মানুষকে ভুলিয়ে রাখতে পারবেন না মোদী। মোদীর কফিনে শেষ পেরেক পোতার কাজটা শুরু হবে বাংলা থেকেই।'

তিনি বলেন, 'দল যেমন নির্দেশ দেবে, সেই নির্দেশ মেনে তিনি কাজ করবেন। এখনও দলের নির্দেশে তিনি এসেছেন উত্তরবঙ্গ সফরে। রাজ্যের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের একাধিক কর্মসূচি রূপায়ণের জন্যই তাঁর এই সফর।' অটোমোবাইল অ্যাসেসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি মদন মিত্র শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে প্রচার চালাচ্ছেন রাজ্যের প্রকল্পের।

English summary
TMC leader Madan MItra explains why BJP will be finished in 2019. Madan Mitra says that BJP tries to lend candidate to TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X