বনগাঁয় ফের আস্থা ভোট হলে কী হবে! জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় জল্পনা
বনগাঁ পুরসভায় আস্থা ভোটে তারাই জিতেছেন। ফের ভোট হলে তারাই জিতবেন। এদিন এমনটাই দাবি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, বিজেপি ভোট দেওয়ার প্রসেসটাই জানে না। ভোট শুরু হয় ৩টেয় আর তারা ভোট দিতে যায় ৩.৪০-এ। ধর্মের নামে বিজেপি
ভয়ঙ্কর খেলায় নেমেছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি পাড়ায় পাড়ায় দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু তৃণমূল সেটা
হতে দেবে না বলে জানিয়ে দেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয়।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, হিন্দু ধর্মের ইজারাদার একা মোদী কিংবা অমিত শাহ নন। তিনিও হিন্দু ধর্মের বলে জানান জ্যোতিপ্রিয়। তিনি বলেন, ২০১৯-এ মানুষ বিজেপিকে ভোট দিয়ে যে ভুল করেছে তা দুমাস পর থেকেই বুঝতে পারছে। তাঁর দাবি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।
বৃহস্পতিবার বিকেলে ২১ জুলাইয়ের সমর্থনে জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তখনই তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।