For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় ৩টি আসনের বেশি পাবে না বিজেপি, হুঙ্কার জ্যোতিপ্রিয় মল্লিকের

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে তৃণমূলকে কড়া প্রতিদ্বন্দ্বতিতার সামনে দাঁড় করিয়েছিল বিজেপি। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২-এ ৪২ ডাক দিলেও তার ধারের কাছে যেতে পারেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে ২২টি আসনে আটকে রাখার পর আরও নতুন উদ্যোমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে থাকে বঙ্গ বিজেপি। সেই মতোই ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তবে বিজেপিকে পাত্তা দিচ্ছেন না তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

'ওরা ১০টা আসনও পাবে না'

'ওরা ১০টা আসনও পাবে না'

কয়েকদিন আগেই বনগাঁয় এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দাবি করেন, বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭০টি আসন জিতবে। তবে একদা তৃণমূল কংগ্রেসে থাকা মুকুলের এহেন দাবিকে উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক কটাক্ষের সুরে বলেন, 'ওরা ১০টা আসনও পাবে না। ওদের ৩টি আসন ছিল, সেটাই থাকবে।'

'দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল'

'দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল'

বনগাঁওতে জনসভা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাস্থল পরিদর্শন করতেই বনগাওঁ গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মুকুল রায়কে আক্রমণ করেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয় বলেন, 'আগে ভাবতাম মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। এখন দেখছি, দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল। আপনারা মিলিয়ে নেবেন, বিধানসভা ভোটে বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না। ওরা ১০টা আসনও পাবে না।'

সিএএ প্রসঙ্গে বিজেপিকে একহাত

সিএএ প্রসঙ্গে বিজেপিকে একহাত

সিএএ প্রসঙ্গেও বিজেপিকে একহাত নেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, 'যে যাই বলুক, বাংলায় সিএএ লাগু হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলা থেকে বিতাড়িত হবে না।' এর আগে মুকুল রায় বলেছিলেন যে দেশের ৪২ শতাংশ মানুষ সিএএ-কে সমর্থন করে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সিএএ লাগু করা নিয়ে কোনও বাধা থাকবে না।

'মানুষ আমাদের সঙ্গে রয়েছে'

'মানুষ আমাদের সঙ্গে রয়েছে'

এদিকে বিজেপির সিএএ-র সমর্থনে করা অভিনন্দন যাত্রাকেও কটাক্ষ করেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, 'রানাঘাট, কৃষ্ণনগর, ভাটপাড়া থেকে লোক এনে বিজেপি মিছিল করেছে। আমরা শুধু পাঁচটা বিধানসভা নিয়ে সভা করব। তাতেই মুখ্যমন্ত্রীর সভায় উপচে পড়া ভিড় হবে। মানুষ আমাদের সঙ্গে রয়েছে।'

বনগাওঁতে মমতার সভা

বনগাওঁতে মমতার সভা

প্রসঙ্গত, বনগাওঁতে গল লোকসভা নির্বাচনে হারের মুখ দেখে বিজেপি। সেখানে সিএএ নিয়ে বিজেপির এই চালকে কাজে লাগানোকে রুখতে চাইছে তৃণমূল কংগ্রেস। হারিয়ে ফেলা মতুয়া ভোটের উপর নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই বিজেপির সিএএ বিরোধিতায় সরব তৃণমূল সুপ্রিমো এবার জনসভা করতে চলেছে বনগাওঁতে।

English summary
tmc leader jotipriya mallick claimed that bjp will not get even 10 seats in wb assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X