For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার শ্যুট-আউট পুরুলিয়ায়! তৃণমূল নেতাকে ঘিরে গুলিবৃষ্টি, পঞ্চায়েত গঠনে হিংসা

জয়নগরের পর শ্যুট-আউট পুরুলিয়ায়। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে গুলি চলল পুরুলিয়ার রঘুনাথপুরে। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল নেতার।

  • |
Google Oneindia Bengali News

জয়নগরের পর শ্যুট-আউট পুরুলিয়ায়। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে গুলি চলল পুরুলিয়ার রঘুনাথপুরে। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল নেতার। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে রঘুনাথপুরের চিনপিনা লেভেল ক্রসিংয়ের সামনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হামিদ আনসারি। তিনি স্থানীয় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন।

এবার শ্যুট-আউট পুরুলিয়ায়! তৃণমূল নেতাকে ঘিরে গুলিবৃষ্টি, পঞ্চায়েত গঠনে হিংসা

শুক্রবার ছিল চিনপিনা পঞ্চায়েতের বোর্ড গঠন। তা নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়। সকালে যখন হমিদ লেভেল ক্রসিং দিয়ে যাচ্ছিলেন, তখন একদল দুষ্ক়ৃতী তাঁকে ঘিরে ঘরে। সেইসময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। বাইক থেকে লুটিয়ে পড়েন তিনি। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয় জিআরপি ও পুলিশের মধ্যে।

[আরও পড়ুন:সিসিটিভির ফুটেজে 'বন্দি' জয়নগর শ্যুটআউট-কাণ্ড! সিআইডি জালে হামলাকারীরা][আরও পড়ুন:সিসিটিভির ফুটেজে 'বন্দি' জয়নগর শ্যুটআউট-কাণ্ড! সিআইডি জালে হামলাকারীরা]

এই গ্রাম পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযোগ, বিজেপির এক নেতা-সহ চার সদস্যকে অপহরণ করা হয়েছিল। গাড়ি আটকে গুলি ছুড়তে ছুড়তে তাদের হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়। এর আগে প্রথম দফায় পঞ্চায়েত বোর্ড গঠনের সময় দুই বিজেপিকর্মীর মৃত্যু হয়েছিল। এবারও রক্ত ঝরল। খুন হলেন তৃণমূল নেতার।

[আরও পড়ুন:যার হাত ধরে উঠেছিলেন তাঁকেই প্রত্যাখ্যান! জয়নগরের ঘটনায় সামনে আসছে তৃণমূলের গুরু-শিষ্যের দ্বন্দ্ব ][আরও পড়ুন:যার হাত ধরে উঠেছিলেন তাঁকেই প্রত্যাখ্যান! জয়নগরের ঘটনায় সামনে আসছে তৃণমূলের গুরু-শিষ্যের দ্বন্দ্ব ]

উল্লেখ্য, দ্বিতীয় দফায় মোট ৪৪টি গ্রাম পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। তিনদিনে এই পঞ্চায়েত গঠনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রথম দিনে অর্থাৎ বৃহস্পতিবার ৩৮টি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে। ১৯টি করে পঞ্চায়েত বোর্ড গঠন করেছে তৃণমূল ও বিজেপি।

[আরও পড়ুন:'আমি এই হামলার টার্গেট ছিলাম', আর কী বললেন জয়নগরের বিধায়ক ][আরও পড়ুন:'আমি এই হামলার টার্গেট ছিলাম', আর কী বললেন জয়নগরের বিধায়ক ]

English summary
TMC leader is murdered in shoot out in Raghunathpur of Purulia. The unrest situation is created due to formation of Panchayat board at Purulia,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X