For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন, রাতের অন্ধকারে নৃশংসকাণ্ড নদিয়ায়

পথ আটকে গুলি করে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হল নদিয়ার যুব তৃণমূল নেতাকে। নদিয়ার চাকুন্দিমোড়ে ঘটে এই নৃশংসকাণ্ড। মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন যুব তৃণমূল নেতা আবদুল জলিল শেখ।

  • |
Google Oneindia Bengali News

পথ আটকে গুলি করে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হল নদিয়ার যুব তৃণমূল নেতাকে। নদিয়ার চাকুন্দিমোড়ে ঘটে এই নৃশংসকাণ্ড। মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন যুব তৃণমূল নেতা আবদুল জলিল শেখ। তখনই তাঁর রাস্তা আটকে গুলি করা হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে।

গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন নদিয়ায়

এরপর গুলির শব্দ ও আর্ত চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তখনই দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জলিল শেখকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জলিলের স্ত্রী পঞ্চায়েত সদস্যা আকিরা বিবির অভিযোগ, পরিকল্পনামাফিক তাঁর স্বামীকে খুন করা হয়েছে।

জলিলের মৃত্যুর পর থেকেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দেবগ্রামে পথ অবরোধ করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ আশ্বস্ত করার পর। বিধায়ক কল্লোখ খাঁ বলেন, জলিল আমাদের একজন দক্ষ সংগঠক ছিলেন। যারা তাকে খুন করল বা করাল, তাদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

নদিয়ার সীতাচন্দ্রপুরের বাসিন্দা জলিল দেবগ্রামের চায়ের দোকানে চা খেয়ে বাড়ি অভিমুখে ফিরছিলেন। তখনই বাড়ি থেকে চার কিলোমিটার দূরে রাস্তায় ফেলে নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। অভিযোগ এর পিছনে রয়েছে বিরোধী রাজনৈতিক দলের হাত।

English summary
TMC leader is brutal murder in shoot out and stabbing at Nadia. He is husband of Panchayat member coming to house. Miscreants murder him on way.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X