For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে উত্তম-মধ্যম ধোলাই, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রীও

বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন অফিস। রাস্তা ঘিরে ধরলেন দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে উত্তম-মধ্যম প্রহার। লাঠি-বাঁশ দিয়ে প্রহার। ডাকসাইটে তৃণমূল নেতারই এ পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন অফিস। রাস্তা ঘিরে ধরলেন দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে উত্তম-মধ্যম প্রহার। লাঠি-বাঁশ দিয়ে প্রহার। ডাকসাইটে তৃণমূল নেতারই এ পরিস্থিতি। স্বামীকে ওইভাবে মার খেতে দেখে ছুটে দিয়েছিলেন স্ত্রী। তাঁকেও ছাড়ল না দুষ্কৃতীরা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দিনদুপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা।

তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে উত্তম-মধ্যম ধোলাই, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রীও

প্রহৃত তৃণমূল নেতার নাম অরুণ কুমার পাত্র। রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি তিনি। তিনি অফিসের যাওয়ার পথে বাড়ির সামনেই আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সোনারপুর হাসপাতালে ভর্তি করা হয়।

[আরও পড়ুন:সাধারণ নির্বাচনে এবার বিদেশি পর্যবেক্ষক! জোর তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন][আরও পড়ুন:সাধারণ নির্বাচনে এবার বিদেশি পর্যবেক্ষক! জোর তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন]

অভিযোগের তির আশিস ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আশিসও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আচমকাই আশিস অরুণ পাত্রের উপর চড়াও হয়। লাঠি-বাঁশ দিয়ে মারধর করে। কী কারণে অরুণ পাত্র আক্রান্ত হলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আশিস দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

[আরও পড়ুন: উত্তর-পূর্বে উলটপুরাণ! কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে রাজি বিজেপি ][আরও পড়ুন: উত্তর-পূর্বে উলটপুরাণ! কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে রাজি বিজেপি ]

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আশিস ঘোষ। তৃণমূল নেতার উপর হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁরা অবিলম্বে দোষীকে গ্রেফতার দাবি জানায়। সোনারপুর থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্থানীয় কোনও ইস্যুতেই বচসার জেরে এই ঘটনা ঘটেছে।

[আরও পড়ুন:উত্তর-পূর্বের রাজ্যে ভোট! প্রচারে দুইদলের হেভিওয়েটরা][আরও পড়ুন:উত্তর-পূর্বের রাজ্যে ভোট! প্রচারে দুইদলের হেভিওয়েটরা]

English summary
TMC leader is attacked by miscreants at Sonarpur of South 24 pargana. His wife also attacked to save him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X