For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে রুখতে বড় রদবদল তৃণমূলে! ২০২১-এর লক্ষে সরানো হল গৌতম দেবের মতো নেতাকে

উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনে বড় রদবদল। বিজেপিকে রুখতে বড় সিদ্ধান্ত শাসক দলের। সরিয়ে দেওয়া হল ১৫ বছর ধরে দলের দার্জিলিং জেলার সভাপতির পদে থাকা নেতা গৌতম দেবকে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড় রদবদল। বিজেপিকে রুখতে বড় সিদ্ধান্ত শাসক দলের। সরিয়ে দেওয়া হল ১৫ বছর ধরে দলের দার্জিলিং জেলার সভাপতির পদে থাকা নেতা গৌতম দেবকে। একইসঙ্গে নতুন নেতার নামও জানিয়ে দেওয়া হয়েছে। রঞ্জন সরকারকে নতুন জেলা সভাপতি করা হয়েছে।

লোকসভা নির্বাচনে ভরাডুবি

লোকসভা নির্বাচনে ভরাডুবি

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলে ভরাডুবি হয়। ৮ টি আশনের একটিও দখল করতে পারেনি তারা। ২০২১-এর লক্ষে ১৫ বছর ধরে দলের দার্জিলিং জেলা সামলানো গৌতম দেবকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আটমাসের জন্য দায়িত্ব সামলানো রঞ্জন সরকারকে। জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার পাশাপাশি রঞ্জন সরকারকে শিলিগুড়ি বিধানসভায় আহ্বায়কও করা হয়েছে।

 বৃহত্তর স্বার্থেই অব্যাহতি, সাফাই তৃণমূলের

বৃহত্তর স্বার্থেই অব্যাহতি, সাফাই তৃণমূলের

উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূলের উত্তরবঙ্গে তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। তাঁর উপস্থিতিতেই শিলিগুড়ির পূর্ত দফতরের বাংলোয় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এক্ষেত্রে অপসারণ কথাটি ব্যবহার করা হচ্ছে না। অরূপ বিশ্বাস জানিয়েছেন, দলের বৃহত্তর স্বার্থেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গৌতম দেবকে। তবে গৌতম দেবকে কয়েকটি জেলার বিশেষ কমিটির দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

'কম বয়সীদের সুযোগ'

'কম বয়সীদের সুযোগ'

অন্যদিকে, পর্যটন মন্ত্রী তথা সদ্য অপসারিত জেলা সভাপতি গৌতম দেব জানিয়েছেন, জেলা সভাপতি পদে কম বয়সীদের সুযোগ দিতেই এই ব্যবস্থা।

<strong>[পরিবেশ রক্ষায় বিশ্ব কাঁপানো গ্রেটার ঝুলিতে 'অলটারনেটিভ নোবেল'! সম্মানিত সাহসী কিশোরী]</strong>[পরিবেশ রক্ষায় বিশ্ব কাঁপানো গ্রেটার ঝুলিতে 'অলটারনেটিভ নোবেল'! সম্মানিত সাহসী কিশোরী]

<strong>[ মোদী সরকারের নতুন সংস্কার প্রস্তাব! সরকারিকর্মীদের অবসরের বয়সসীমা কমাতে আলোচনা]</strong>[ মোদী সরকারের নতুন সংস্কার প্রস্তাব! সরকারিকর্মীদের অবসরের বয়সসীমা কমাতে আলোচনা]

English summary
TMC leader Goutam Dev removes from his post as President of Darjeeling dist unit. Ranjan Sarkar will be the new district TMC chief.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X