For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত-গড়েও স্বস্তিতে নেই তৃণমূল! পুরভোটের মুখে দাপুটে নেতার বহিষ্কারে কড়া নেতৃত্ব

অনুব্রত-গড়েও স্বস্তিতে নেই তৃণমূল! পুরভোটের মুখে দাপুটে নেতার বহিষ্কারে কড়া নেতৃত্ব

Google Oneindia Bengali News

স্বচ্ছতায় নজর দিয়েছে তৃণমূল। কিন্তু তা না পুরভোটের মুখে বুমেরাং হয়ে যায়। দুর্নীতিপরায়ন নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমনকী বাদ নেই অনুব্রত-গড় বীরভূমও। বীরভূমে অঞ্চল কমিটির পদ থেকে দুর্নীতিতে অভিযুক্ত নেতাকে সরিয়ে দিলেন অনুব্রত মণ্ডল।

দল থেকে বহিষ্কার

দল থেকে বহিষ্কার

সোনাঝুরি জঙ্গলে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে। তৃণমূলের অঞ্চল কমিটির নেতা কাজি নুরুল হুদা ও তাঁর ছেলের বিরুদ্ধে আদিবাসীদের টাকা আত্মসাতের অভিযোগও ওঠে। এরপরই ব্যবস্থা নেন অনুব্রত। তাঁদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।

পঞ্চায়েত এলাকায় ঢুকতে মানা

পঞ্চায়েত এলাকায় ঢুকতে মানা

শুক্রবার অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দেন, ওই নেতা যেন পঞ্চায়েত এলাকায় না ঢোকে। তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, সবই মারাত্মক। ক্যানেল সংস্কারের নামে গাছ কেটে ফেলার পর পরিবেশকর্মীরা নিন্দায় সরব হয়েছিল। এছাড়া আদিবাসীদের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলার বার্তা

স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলার বার্তা

এমনকী তাঁর বিরুদ্ধে পুলিশের কাছেও লিখিত অভিযোগ হয়েছে। রূপপুর গ্রাম পঞ্চায়েতের কাজ তাঁরই অঙ্গুলিহেলনে হত। এমন দাপুটে নেতার বিরুদ্ধে কঠোর হয়ে অনুব্রত মণ্ডল পুরভোটের আগে স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলার বার্তা দিলেন। তাঁকে বহিষ্কার করে তিনি অন্যদেরও বার্তা দিলেন।

অনুব্রতর বার্তা, অস্বীকার হুদার

অনুব্রতর বার্তা, অস্বীকার হুদার

অনুব্রত বলেন, নুরুল হুদার বিরুদ্ধে প্রতিদিনই অভিযোগ আসছিল। রুপপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। নুরুল হুদা বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমার কাছে নির্দিষ্ট কোনও খবরও নেই। আমাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

 তৃণমূলের দাপুটে নেতার যোগদান বিজেপিতে, পুরভোটের মুখে মতুয়া ভোটব্যাঙ্কে ফাটলের শঙ্কা তৃণমূলের দাপুটে নেতার যোগদান বিজেপিতে, পুরভোটের মুখে মতুয়া ভোটব্যাঙ্কে ফাটলের শঙ্কা

English summary
A TMC heavy wait leader expels from party due to corruption in Anubrat Mandal’s district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X