For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতি ছেড়ে 'বোর্নভিটা কুইজ' করুন, ডেরেককে পরামর্শ টুইটারে, বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনাকে ছোট করে দেখাতে গিয়ে টুইটার ব্যবহারকারীদের নিন্দার মুখে পড়লেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন।

Google Oneindia Bengali News

সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ব্যপক সংঘর্ষের খবর আসছে। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। আহত গুনে শেষ করা যাচ্ছে না। তা নিয়ে সকাল থেকেই সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়। কিন্তু সেসব কিছু 'সদ্যজাত' বিশেষজ্ঞের 'ইচ্ছাকৃত ঝামেলা পাকানোর চেষ্টা' বলে মনে করেন তৃনমূলের রাজ্যলভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

রাজনীতি ছেড়ে ডেরেক বোর্নভিটা কুইজ করুন

নিন্দার জবাব দিতে একের পর এক টুইট করে তিনি সেই 'সদ্যজাত' বিশেষজ্ঞদের ইতিহাস শিক্ষা দিতে গেছিলেন। তুলেছিলেন ৯০-এর দশকের কথা। জানিয়েছিলেন সিপিএম শাসনের সেই দশ বছরে ভোটকে কেন্দ্র করে হওয়া সন্ত্রাসে ৪০০ মানুষ বলি হয়েছিলেন। ২০০৩-এও ৪০ ভোটে পশ্চিমবঙ্গে ৪০ জনের মৃত্যু হয়েছিল বলে পরিসংখ্যান দেন তিনি। এরপরেই সেই সময়ের সঙ্গে এদিনের তুলনা টেনে তিনি লেখেন, 'প্রতিটি মৃত্যুই দুঃখ জনক। হ্যাঁ মানছি কিছু ঘটনা ঘটেছে। ৫৮ হাজার বুথের মধ্যে ৪০ টার মতো। শতাংশের হিসেবে তা কত দাঁড়ায় একবার দেখুন। '

শুধু তাই নয়, যাবতীয় হামলার দায় তৃণমূলের লাইন মেনেই তিনি বিজেপি ও বামেদের ঘাড়ে চাপান। এমনকি এই অভিযোগও করেন, বিরোধিরা 'মাওবাদিদের সঙ্গে হাত মিলিয়ে আজ বাংলায় তিনটি আলাদা ঘটনায় গুলি করে বা কুপিয়ে তিনজন তৃণমূল কর্মীকে খুন করেছে।' তাঁর মতে এর আগে যে বাযপক সন্ত্রাস হত তার কথা কেউ বলছেন না। তৃণমূলের আমলে বরং অবস্থা 'স্বাভাবিক হয়ে এসেছে'। এভাবেই ভেবেছিলেন অবস্থা সামাল দিতে পারবেন। কিন্তু টুইটার ব্যবহারকারীদের কাছে ছাড় মেলেনি। তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইতিহাস টেনে সন্ত্রাসকে মান্যতা দেওয়ার তাঁর এই প্রয়াসকে কেউ মেনে নিতে পারেননি। অনেকেই ডেরেকের এই মন্তব্য নিয়ে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ।

টিএমসি স্বাভাবিক অবস্থার এক নতুন সংজ্ঞা নির্ধারণ করলো বলে ব্যাঙ্গ করেছেন একজন। একজনের বক্তব্য শতাংশের হিসেব বা তুলনা দিয়ে রাজনৈতিক হত্যাকে ঢাকা যায় না। একজন মনে করিয়ে দিয়েছেন প্রতিটি জীবনই সমান মূল্যবান। একজনের কটাক্ষ ২০১৮-য় দাঁড়িয়ে ৯০-এর দশকের কথা বলতে হচ্ছে, এরথেকেই বোঝা যায় আপনার যুক্তির কোনও সারবত্তা নেই।

শতাংশের হিসেব নিয়ে একজন মনে করিয়ে দিয়েছেন ১৮ হাজার সিটে ভোটই হচ্ছে না। মনোনয়ন জমাই করতে দেওয়া হয়নি বিরোধীদের। সেটা শতাংশের হিসেবে ৩৪ শতাংশ। একজন আবার প্রশ্ন করেছেন বুথ প্রতি কজন অবধি মরলে পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে? আর এক টুউটারেতি সরাসরি ডেরেককে রাজনীতি ছেড়ে বোর্নভিটা কুইজের আসরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

English summary
After trying to downplay West Bengal Panchayat violence, TMC leader Derek O'Brien facing twitter outrage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X