For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি পাগল হয়ে গেছে'! অমিত শাহের সভাকে কটাক্ষ তৃণমূলের

মালদহে বিজেপি সভাপতির সভার পরই ফেসবুকে লাইভ করেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে বাংলায় সভা করতে পারল বিজেপি। এদিন দলের সভাপতি অমিত শাহ মালদহে সভা করেন। এখান থেকেই রাজ্যে লোকসভা ভোটের প্রচার বিজেপি শুরু করল। এদিন বাংলার শিল্প থেকে কৃষি, কেন্দ্রীয় বরাদ্দ থেকে বাংলার উন্নয়ন, আইনশৃঙ্খলা - একাধিক প্রশ্নে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ শানান অমিত শাহ। পাশাপাশি বাংলায় বিজেপি যে বড় জয় আগামী লোকসভা নির্বাচনে পেতে চলেছে তাও আগাম দাবি করেছেন তিনি।

বিজেপি পাগল হয়ে গেছে! অমিত শাহের সভাকে কটাক্ষ তৃণমূলের

আগামী ভোটে ক্ষমতায় এলে বা বাংলা দখল করতে পারলে এরাজ্যে সুশাসন ফিরিয়ে আনবেন বলে শাহ দাবি করেছেন। এছাড়া সপ্তম পে কমিশন বলবৎ করা ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের এদেশের নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

মালদহে বিজেপি সভাপতির সভার পরই ফেসবুকে লাইভ করেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি রীতিমতো তুলোধোনা করেন গেরুয়া বাহিনীকে। ডেরেক বলেন, 'বিজেপি সভাপতি অমিত শাহের বক্তব্য শুনলাম। বোঝা যাচ্ছে, বিজেপি ভয় পেয়েছে। খুব আতঙ্কে রয়েছে। কারণ তাঁরা জানে সময় শেষ হয়ে এসেছে। রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে।'

[আরও পড়ুন:v 'বাংলায় বদলের হাওয়া বইছে, আটকাতে পারবেন না মমতা' আওয়াজ উঠল রাজধানী থেকে][আরও পড়ুন:v 'বাংলায় বদলের হাওয়া বইছে, আটকাতে পারবেন না মমতা' আওয়াজ উঠল রাজধানী থেকে]

এখানেই না থেমে ডেরেক অভিযোগ, ওঁদের বক্তৃতা খুব নিম্ন রুচির। এবং প্রতিবার ভুল তথ্যে ভরা থাকে। বিজেপি বাংলার সংষ্কৃতি বোঝে না। ভারতীয় সংষ্কৃতিও বোঝে না। কেউ কেউ বলছে ওঁরা পাগল।

[আরও পড়ুন: 'ঋণ মকুব জনমোহিনী প্রচেষ্টা, কোনও সমাধান নয়', মত আইএমএফ-এর ][আরও পড়ুন: 'ঋণ মকুব জনমোহিনী প্রচেষ্টা, কোনও সমাধান নয়', মত আইএমএফ-এর ]

প্রসঙ্গত, গত শনিবার ব্রিগেড সমাবেশে বিভিন্ন রাজ্যের নেতাদের হাজির করিয়ে বিজেপি বিরোধী মহাজোট গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিজেপিকে সরানোয় তিনি বড় ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে। সেই মমতাকেই এদিন একেরপর এক বাক্যবাণে আক্রমণ করেছেন অমিত শাহ। তারই পাল্টা দিলেন ডেরেক ও'ব্রায়েন।

English summary
TMC leader Derek O'Brien criticises BJP president Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X