For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রভাবশালী তৃণমূল নেতার মুখে কুকথা, কারণ জানিয়ে বিজেপি কর্মীদের ঝাঁটা মেরে গ্রামছাড়া করার নিদান

কুকথা এবার প্রভাবশালী তৃণমূল নেতার মুখে। এবারের কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে। যা নিয়ে আক্রমণ করতে গিয়ে বিজেপি কর্মীদের ঝাঁটাপেটা করে গ্রাম ছাড়া করার নিদান দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কুকথা এবার প্রভাবশালী তৃণমূল নেতার মুখে। এবারের কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে। যা নিয়ে আক্রমণ করতে গিয়ে বিজেপি কর্মীদের ঝাঁটাপেটা করে গ্রাম ছাড়া করার নিদান দিয়েছেন তিনি। অন্যদিকে শাসকদলের নেতার এহেন মন্তব্যের কড়া সমালোচনায় বিরোধীরা।

বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমেছে

বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমেছে

এবারের কেন্দ্রীয় বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমেছে। এই বরাদ্দ প্রায় ১৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূল নেতার মুখে কুকথা

তৃণমূল নেতার মুখে কুকথা

পূর্ব বর্ধমান জেলার সহ সভাধিপতি দেবু টুডু বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ১০০ দিনের কাজে ১৩ শতাংশ বরাদ্দ কমিয়েছে কেন্দ্র। বর্ধমানের মানুষ, দেওয়ানদিঘির মানুষ আর ১০০ দিনের কাজ পাবেন না। কাজ পাবেন না বিজেপির বন্ধুরাও। এরপরেই তাঁর হুঁশিয়ারি যাঁরা বিজেপি করো, ১০০ দিনের কাজ বন্ধ করে গ্রামে থাকা যাবে না। গ্রামে থাকলে গেরুয়া ঝাণ্ডা ধরা যাবে না। গরিবের পেটে লাথি মেরে বিজেপি জিন্দাবাদ বলা যাবে না। ঝাঁটা মেরে গ্রাম থেকে বের করে দেওয়া হবে।

'বিজেপির যন্ত্রণা হওয়ায় বরাদ্দ কমিয়েছে'

'বিজেপির যন্ত্রণা হওয়ায় বরাদ্দ কমিয়েছে'

দেবু টুডুর দাবি ১০০ দিনের কাজে গত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গ প্রথমে। আর রাজ্যে মধ্যে প্রথমে বর্ধমান জেলা। সেই কারণে বিজেপি যন্ত্রণা। বরাদ্দ কমানোর অর্থ বেশি মানুষকে কাজ দেওয়া যাবে না।

তৃণমূল নেতার কথার নিন্দা

তৃণমূল নেতার কথার নিন্দা

অন্যদিকে তৃণমূল নেতার কুকথা আর হুঁশিয়ারিকে সামনে রেখে পাল্টা প্রচারে নেমেছে বিরোধীরা। তবে অনেকেই বলছেন কুকথা এখন রাজনৈতিক মহলের ট্র্যাডিশন হয়ে গিয়েছে।

English summary
TMC leader Debu Tudu of Burdwan warns BJP workers to wipe out from village
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X