For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দফায় লাইম লাইটে ছত্রধর, ১১ বছর পর ভোট দিয়ে কোন বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা

প্রথম দফায় লাইম লাইটে ছত্রধর, ১১ বছর পর ভোট দিয়ে কোন বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা

Google Oneindia Bengali News

১১ বছর পর ভোট দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ছত্রধর মাহাতো। একুশের ভোটে জঙ্গলমহলের জমিতে ফের শক্তি বাড়াতে ছত্রধরেই ভরসা রেখেছে শাসক দল। শনিবার রাজ্যের প্রথম দফার ভোটে ঝাড়গ্রামের লালগড়ে ভোট দেন তিনি। ভোটের আগেরদিনও তাঁকে এনআইএ জেরা করেছে। ছত্রধরকে চাপে রাখতে সবরকম চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে শাসক দল।

ভোট দিলেন ছত্রধর মাহাত

ভোট দিলেন ছত্রধর মাহাত

১১ বছর পর বিধানসভা ভোটে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ছত্রধর মাহাত। প্রথম দফার ভোটেই ঝাড়গ্রামে লালগড় কেন্দ্রে স্ত্রীকে নিয়ে ভোট দেন তিনি। এর আগে যে কবার ভোট দিয়েছিলাম সেসময় আমার দল ক্ষমতায় ছিল না বলে জানিেয়ছেন তিনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমত্ায় আসার পর এই প্রথম তিনি ভোট দিলেন বলে জানিয়েছেন ছত্রধর মাহাত।

নেত্রীর পাশে থাকার বার্তা

নেত্রীর পাশে থাকার বার্তা

লালগড়ে ভোট দান করে ছত্রধর মাহাত জানিয়েছেন, তিনি নেত্রীর পাশে আছেন। ১১ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেছেন ফের ক্ষমতায় ফিরছেন তাঁরা। তৃতীয়বার তৃণমূলের সরকার গড়া এখন কেবল সময়ের অপেক্ষা। প্রসঙ্গত উল্লেখ্য ঝাড়গ্রামে হারানো জমি ফিরে পেতেই ফের ছত্রধর মাহাতোকে সামনের সারিতে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে তাঁকে। প্রার্থী করা হতে পারে জল্পনা শুরু হলেও তা শেষ পর্যন্ত করা হয়নি।

ঝাড়গ্রামে স্বতোঃস্ফূর্ত ভোট

ঝাড়গ্রামে স্বতোঃস্ফূর্ত ভোট

মাওবাদী প্রভাবিত ঝাড়গ্রামে এখনও পর্যন্ত শান্তিতেই ভোট দান হচ্ছে। বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভ পুর সহ ঝাড়গ্রামের একাধিক কেন্দ্রে সকাল থেকে বুথে বুথে ভিড় করতে শুরু করেছেন ভোটাররা। মহিলা ভোটারদের লাইন চোখে পড়ার মতো রয়েছে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গার। যদিও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর পায়া গিয়েছে।

এনআইএ-র চাপে ছত্রধর

এনআইএ-র চাপে ছত্রধর

ভোটের একদিন আগেও এনআইএ জেরার মুখে পড়তে হয়েছে ছত্রধর মাহাতকে। শুক্রবার দিনভর কলতাতায় তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। মূল ছত্রধর যােত ভোটের আগেরদিন এলাকায় না থাকতে পারেন সেকারণেই এনআইএ-কে দিয়ে কৌশলী চাল চেলেছে বিজেপি এমনই অভিযোগ শাসক দলের।

ছোলা-মুড়ি খাও আর ভোট দাও তৃণমূলে! শাসকদলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছোলা-মুড়ি খাও আর ভোট দাও তৃণমূলে! শাসকদলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

English summary
TMC leader Chhatradhar Mahato cust vote after 11 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X