প্রশান্ত কিশোরকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস নেতা! জানিয়ে দিলেন মমতার বিকল্প কে
তৃণমূলে ফের প্রশান্ত কিশোরকে নিয়ে বিড়ম্বনা তৈরি হল। প্রশান্ত কিশোরকে নিশানা করলেন আরও এক তৃণমূল নেতা। এবার জলপাইগুড়ির এক তৃণমূল নেতা প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা আই প্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তিনি সাফ জানিয়ে দিলেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোন নেতা। একুশের আগে তৃণমূল নেতার মন্তব্যে ফের বিতর্ক তৈরি হল।

কর্পোরেট সংস্থা দিয়ে রাজনৈতিক দল চলতে পারে না
জলপাইগুড়ির তৃণমূল জেলা কমিটির যুগ্ম সম্পাদক বুবাই করের দাবি, পিকের সংস্থার কাছে আমরা রাজনীতি শিখব না। কোনও কর্পোরেট সংস্থা দিয়ে রাজনৈতিক দল চলতে পারে না। তিনি তৃণমূলের প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। তারপরই আসরে নেমে পড়েছে বিজেপিও।

বেসরকারি সংস্থার কর্মী কাজের হিসেব চাইছেন, অসম্মানিত
তৃণমূল নেতা বুবাই কর এদিন দলের তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেত্রী আর শুভেন্দু অধিকারী তাঁর নেতা। অথচ একটা বেসরকারি সংস্থার কর্মী এসে তৃণমূল নেতা-কর্মীদের কাজের হিসেব চাইছেন। এতে অসম্মানিত বোধ করছেন দলের নেতা-কর্মীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র বিকল্প শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত এই বুবাই কর মনে করেন, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র বিকল্প শুভেন্দু অধিকারী। তবে বুবাইয়ের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল জানিয়েছে, এটা একেবারেই ব্যক্তিগত মতামত। জেলা তৃণমূল এই মতামতের সঙ্গে ঐক্যমত্য নয়।

পিকের আই প্যাক ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা! বলছে বিজেপি
তৃণমূল নেতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আসরে নেমে পড়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করে জানানো হয়েছে, কাটমানির সরকার চলছে বাংলায়। সেখানে সৎ লোকেরা বেমানান। তাই তৃণমূলে এমন গোষ্ঠী কোন্দল চলছে। তাঁরা প্রশান্ত কিশোরের আই প্যাককে ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা বলে বর্ণনা করেন।

মমতা-মোদী বৈঠকে ২০২১ রাজনৈতিক চাপানোতরের মধ্যে! মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর আলোচনার মূল বিষয় কী