For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হামলার 'আশঙ্কা'য় বাড়ল নিরাপত্তা! অনুব্রতকে জেড ক্যাটেগরির সঙ্গে এবার মহিলারক্ষী

অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় এবার মহিলা নিরাপত্তারক্ষী। স্বরাষ্ট্র দফতর এবং তৃণমূল সূত্রে খবর, মাওবাদী হামলার ভয় ছাড়াও, প্রায়ই এক বিজেপি নেত্রী সঙ্গে বিতর্কে বাড়ছে উত্তাপ।

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় এবার মহিলা নিরাপত্তারক্ষী। স্বরাষ্ট্র দফতর এবং তৃণমূল সূত্রে খবর, মাওবাদী হামলার ভয় ছাড়াও, প্রায়ই এক বিজেপি নেত্রী সঙ্গে বিতর্কে বাড়ছে উত্তাপ। ফলে আর কোনও সুযোগ না দিয়ে নিরাপত্তা বলয়ে চারজন মহিলা রক্ষী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডল বলেছেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপার বলবেন। যদিও পুলিশ সুপার এনিয়ে কোনও মন্তব্যে রাজি হননি।

অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়

অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়

বর্তমানে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান অনুব্রত মণ্ডল। ২০১৩ সালে যে কজন নেতাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ছিলেন অনুব্রত মণ্ডল। এই মূহূর্তে ছয়জন সশস্ত্র রক্ষী থাকেন। সঙ্গে যুক্ত হয়েছে চারজন মহিলা রক্ষী।

বর্তমান পরিস্থিতি

বর্তমান পরিস্থিতি

লোকসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। তবে বীরভূম উত্তপ্ত আগে থেকেই। সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই অনুব্রত মণ্ডলের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা পুলিশের। অন্যদিকে মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের তরফে বারবারই বলা হচ্ছে ঝাড়খণ্ড থেকে বীরভূমে গিয়ে ঝামেলা পাকাচ্ছে মাওবাদীরা।

অনুব্রত মণ্ডলের বক্তব্য

অনুব্রত মণ্ডলের বক্তব্য

বিষয়টি নিয়ে পুলিশ সুপার বলবেন। জানিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি।

পুলিশ সুপারের বক্তব্য

পুলিশ সুপারের বক্তব্য

নেতানেত্রীদের নিরাপত্তা কী ভাবে দেওয়া হয়, তা প্রকাশ করা যায় না। জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

বীরভূম জেলা বিজেপির কটাক্ষ, দলের মহিলাদের হাতেই আক্রান্ত হতে পারেন অনুব্রত। সেইজন্যই মহিলা রক্ষী দেওয়া হয়েছে।

English summary
TMC leader Anubrata Mondal is getting women security guard
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X