For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'চাপেও' আশ্বস্ত দলের কর্মীরা! প্রথম নদিয়া সফরেই অনুব্রত দিলেন দাওয়াই

এবার নদিয়াতে গিয়েও পাচনের দাওয়াইয়ের কথা বললেন জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

এবার নদিয়াতে গিয়েও পাচনের দাওয়াইয়ের কথা বললেন জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন দলীয় কর্মীদের রাজনীতির পাঠও দেন বীরভূমের এই হেভিওয়েট নেতা। তেহট্ট-সহ একাধিক সাগঠনিক সভায় দলীয় কর্মীদের চাঙ্গা করতেও দেখা গিয়েছে তাঁকে। জেলার দায়িত্ব পাওয়ার পর প্রথববার নদিয়া সফরে গিয়ে তাঁর আশ্বাস ভাল ফল হবে লোকসভায়।

 নদিয়াতেও পাচনের দাওয়াই

নদিয়াতেও পাচনের দাওয়াই

পাচনের দাওয়াই দিয়ে কীভাবে ভোটের জমি উর্বর করতে হবে, তা নিয়ে দলীয় কর্মীদের পাঠ দেন অনুব্রত মণ্ডল। জমি শক্ত, তাই পাচন দিয়েই তা নরম করার কথা বলেন নদিয়ার পর্যবেক্ষক এই নেতা। বিরোধীদের উদ্দেশে অনুব্রত চ্যালেঞ্জ, জেলার দুটি লোকসভা আসনেই বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল।

সংগঠন নিয়ে উদ্বিগ্ন মমতার দায়িত্ব

সংগঠন নিয়ে উদ্বিগ্ন মমতার দায়িত্ব

পঞ্চায়েত ভোটে নদিয়ায় তুলনামূলক ভাল ফল করেছিল বিজেপি। ফলে নদিয়ার সংগঠন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ৯ জানুয়ারি জেলায় সাংগঠনিক বৈঠক করেন। এর পরেই অনুব্রত মণ্ডলকে জেলার পর্যবেক্ষক করার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের দলীয় সাংগঠনিক সভায় গিয়ে জেলায় দখলে থাকা পঞ্চায়েত, বিরোধীদের অবস্থান, সব কিছু নিয়ে বিবরণ শোনেন দলীয় কর্মীদের কাছ থেকে। পরে জানিয়েছেন, কী ভাবে কী
করতে হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেবেন।

অনুব্রতর আশ্বাস

অনুব্রতর আশ্বাস

সূত্রের খবর অনুযায়ী, দলীয় কর্মীদের আশ্বস্ত করে অনুব্রত বলেন, সাংগঠনিক কারণে পঞ্চায়েত নির্বাচনে দলের ফল খারাপ হয়েছিল। তবে লোকসভা ভোটে তা হবে না। বিধানসভা এলাকাগুলি থেকে কমপক্ষে ৩০ হাজার ভোটে লিড নেবে তৃণমূল, বলেছেন অনুব্রত।

English summary
TMC leader Anubrata Mondal assures Nadia party caders in upcoming loksabha elections.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X