For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন সমর্থনে ঘাটতি! 'মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করুন', অনুব্রতর ভোট প্রার্থনায় কিসের ইঙ্গিত

জন সমর্থনে ঘাটতি! 'মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করুন', অনুব্রতর ভোট প্রার্থনায় কিসের ইঙ্গিত

Google Oneindia Bengali News

করজোরে ভোট প্রার্থনা করছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একুশের ভোেট কি ক্ষমতা হারানোর ভয় করছে শাসক দল। এমনই জল্পনা জেগে উঠেছে অনুব্রত মণ্ডলের ভোট প্রার্থনাকে ঘিরে। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বলেছেন, 'ভুল হলে রাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করবেন। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট।'

 অনুব্রত ভোট প্রার্থনা

অনুব্রত ভোট প্রার্থনা

একুশের ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। দলবদলের রাজনীতি শুরু হয়ে গিয়েছে দুই দলেই। কখনও বিজেপির দল ভাঙছে। তো কখনও তৃণমূল কংগ্রেসের দল ভাঙছে। প্রবল টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ভোট প্রার্থনা করে বসলেন বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

 মমতাকে দেখে ভোটদিন

মমতাকে দেখে ভোটদিন

গতকাল বীরভূমে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে প্রায় ১০০০ জন। তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, 'ভুল হলে রাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করবেন। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট।'
দাপুটে তৃণমূল জেলা সভাপতির কণ্ঠে ভোট প্রার্থনা শুনে অনেকেই চমকে গিয়েছেন। কারণ এতোদিন অনুব্রত কণ্ঠে বিস্ফোরক সব বক্তব্য শুনে এসেছে মানুষ। হঠাৎ করে ভোট প্রার্থনা শুনে অনেকে চমকে গিয়েছেন।

মরিয়া বিজেপি

মরিয়া বিজেপি

একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোতে শুরু করেছে বিজেপি। শাসক দলের একাধিক বড় নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। লোকসভা ভোটের সময় থেকেই তৃণমূলে সিঁধ কাটতে শুরু করেছিল বিজেপি। বিধানসভা ভোেটর আগে তা যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

 মমতার বার্তা

মমতার বার্তা

দলের ব্যপক সাংগঠনিক রদবদলের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী অনুরোধের সুরেই বলেছিলে, যাঁরা চলে গিয়েছেন তাঁরা ফিরে আসুন। দলনেত্রীর এই বার্তার পরেই বিজেিপ শিবির থেকে অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে। লোকসভা ভোটের আগে কিন্তু মমতার কণ্ঠে দাপটের সুর শোনা গিয়েছিল। সেই সুর অনেকটাই নরম হয়েছে বিধানসভা ভোটের আগে।

English summary
TMC leader Anubrata Mandal urge people to vote for Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X