For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট নয় তো মহাভারতের ধর্মযুদ্ধ, ধৃতরাষ্ট্রের মতো আচরণ হচ্ছে, দলনেত্রীর উপর নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন অনুব্রত

ভোট নয় তো মহাভারতের ধর্মযুদ্ধ, ধৃতরাষ্ট্রের মতো আচরণ হচ্ছে, দলনেত্রীর উপর নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন অনুব্রত

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তারই প্রতিবাদে এবার সোচ্চার হলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি কমিশনকে নিশানা করে বলেছেন, অন্ধ্র ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে কমিশন। বিজেপি নেতাদের উস্কানি চোখে দেখতে পাচ্ছে না তারা। জীবনে অনেক ভোট দেখেছি এমন কমিশন ও কমিশনার দেখিনি। সরাসরি কমিশনকে নিশানা করেছেন অনুব্রত। প্রসঙ্গত উল্লেখ্য একেবারে শেষ দফায় ভোট বীরভূমে।

মমতার প্রচারে ২৪ ধণ্টার নিষেধাজ্ঞা

মমতার প্রচারে ২৪ ধণ্টার নিষেধাজ্ঞা

নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশন ও বাহিনীর বিরুদ্ধে লাগাতার আক্রমণ করার কারণেই তাঁর প্রচার ব্যান করা হয়েছে বলে জানানো হয়েছে। চতুর্থ দফার ভোটে সিআইএসএফের গুলিতে চার নিরিহ গ্রামবাসীর মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এই জন্য অমিত শাহের পদত্যাগও দাবি করেন মমতা।

অনুব্রত মণ্ডলের তোপ

অনুব্রত মণ্ডলের তোপ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। অনুব্রত অভিযোগ করেছেন এমন কমিশন অন্ধ্র ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে। অন্য বিজেপি নেতাদের কথা তাঁদের নজরে পড়ছে না। কেবল মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই টার্গেট করে রাখা হয়েছে। তার উপরেই একের পর এক নোটিস, নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য শীতলকুচিতে তাঁকে যেতে দেওয়া হয়নি। কমিশনই তাতে হস্তক্ষেপ করেছিল।

ধর্নায় মমতা

ধর্নায় মমতা

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তিনি মেনে নিতে রাজি নন। প্রতিবােদ তাই সকাল থেকেই গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীর সঙ্গে মঞ্চ বাধা নিয়ে বিরোধ তৈরি হওয়ায় রাস্তাতেই হুইল চেয়ারে বসে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন তিনি। নজিরবিহীন ঘটনা ঘটেছে একুশের ভোটা। মমতার সত্যাগ্রহ তোলপাড় ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতেও। রাজপথে হুইল চেয়ারে একা ধর্নায় বসে মমতা বুঝিয়ে দিয়েছেন িতনি সহয়ে হারবার পাত্রী নন।

কমিশন বিজেপির শাখা সংগঠন

কমিশন বিজেপির শাখা সংগঠন

নির্বাচন কমিশনকে বিজেপির শাখা সংগঠন বলে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। মমতার উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েনরা। গণতন্ত্রের কালো িদন বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। মমতা বন্দ্যোরাধ্যায়কে একা আন্দোলনে বসতে দেখে অনেকেই সিঙ্গুর আন্দোলনের কথা মনে করছেন।

প্রথম চারদফায় বিজেপির গড়েও হানা তৃণমূলের, অডিও ফাঁসের পরে মমতার ভবিষ্যৎ নিয়ে বার্তা প্রশান্ত কিশোরের প্রথম চারদফায় বিজেপির গড়েও হানা তৃণমূলের, অডিও ফাঁসের পরে মমতার ভবিষ্যৎ নিয়ে বার্তা প্রশান্ত কিশোরের

English summary
TMC leader Anubrata Mandal target Election Commission for banning Mamata Banerjees campaign for 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X