For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জন্য রজনীগন্ধা তুলে রেখেছেন অনুব্রত! ২০১৯-এর পর দেবেন উপহার

বিজেপির জন্য পদ্মফুল নয়, রজনীগন্ধা ফুল তুলে রেখেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার তারাপীঠের জনসভা থেকে বিজেপিকে এভাবেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন কেষ্ট।

Google Oneindia Bengali News

বিজেপির জন্য পদ্মফুল নয়, রজনীগন্ধা ফুল তুলে রেখেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার তারাপীঠের জনসভা থেকে বিজেপিকে এভাবেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়র প্রিয় কেষ্ট। তিনি এদিন বলেন, ২০১৯ সালে বিজেপির জন্য রজনীগন্ধা ফুল তুলে রেখেছি। ২০১৯-এ বিজেপির বিদায়কালে সেই ফুল উপহার দেব বিজেপি নেতাদের।

বিজেপির জন্য রজনীগন্ধা তুলে রেখেছেন অনুব্রত

তিনি বলেন, জীবনের শেষকালে মানুষকে রজনীগন্ধা ফুল দেওয়া হয়। ২০১৯-এ বিজেপির শেষ হবে। তাই বিজেপির জন্য রজনীগন্ধার মালা গেঁথে রাখছি। ওই যে দিলীপ-ফিলীপ কে সব বলেছে না বীরভূমে লোকসভার আসন দুটো নেবে। ওদের দোষ নেই। ওরা সব বাচ্চা ছেলে তো। তাই পাগলের মতো বকছে। সব মূর্খের দল। ভোট হলেই বুঝতে পারবে কত ধানে কত চাল।

এরপরই অনুব্রতর আক্রমণ, দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন মায়ের ধ্যানে ১০৮টি পদ্মফুল লাগে, কিন্তু তোমাদের জন্য পদ্মফুল নয় বন্ধু, তোলা আছে রজনীগন্ধা ফুল। ২০১৯-এ তোমাদের বিদায় লগ্নে ওই ফুল দিয়ে তোমাদের বিদায় সম্ভাষণ জানাবো। সেজন্য আর কিছুদিন সবুর কর। সঠিক সময়েই জবাব পাবে।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি তারাপীঠে এসেছিলেন। সেখানে এসে পুজো দিয়ে গিয়েছেন। কিন্তু কোনও মিটিং করেননি। কিন্তু তৃণমূল পাল্টা মিটিং করে বার্তা দিল, বিজেপিকে বিদায় অভ্যর্থনা জানাতে তাঁরা তৈরি। অনুব্রত মণ্ডলের এই কথার জবাবে জেলা বিজেপি নেতৃত্ব জানায়, লোকসবা ভোটের পরই বোঝা যাবে কে কাকে রজনীগন্ধার মালা দেয়।

English summary
TMC leader Anubrata Mandal gives message to BJP regarding 2019 Election. He says he will presents Tuberose instead of Lotus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X