বিজেপির 'দাপট'! পদত্যাগ করলেন পুরসভার তৃণমূলের চেয়ারম্যান
পদত্যাগ করলেন হরিণঘাটা পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজীব দালাল। এদিন তিনি কল্যাণী মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যাক্তিগত কারণ দেখিয়ে পুরপ্রধান ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। পরবর্তী পুর চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ভাইয় চেয়ারম্যান সঞ্জীব রাম দায়িত্ব সামলাবেন
বলেন জানা গিয়েছে।

হরিণঘাটা পুরসভায় তৃণমূলে ভাঙন
হরিণঘাটা পুরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। ১৫ জুন কাঁচড়াপাড়ার আদর্শ সংঘের মাঠে তিনি জানান, পুরসভার ৯ জন কাউন্সিলর বিজেপিতে যোদ দিচ্ছেন। প্রসঙ্গত পুরসভায় মোট আসন ১৭। মুকুল রায় ৯ জন কাউন্সিলরের বিজেপিতে যোগ দেওয়ার দাবি করলেও, পরে জানা যায় বিজেপিতে যোগ দিয়েছেন ৭ জন কাউন্সিলর।

চেয়ারম্যানের পদত্যাগে জল্পনা
প্রথমে বড় অংশের কাউন্সিলরের দলত্যাগ, পরে হরিণঘাটার পুর চেয়ারম্যানের পদত্যাগের জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পদত্যাগী চেয়ারম্যানের
দাবি, রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন।

উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভা বিজেপির দখলে
লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকে বিজেপিতে দলবদলের হিড়িক লেগেছে। ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভা বিজেপির দখলে এসেছে। এরপর কাঁচড়াপাড়া, হালিশহর-সহ বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপি সাংসদ অর্জুন সিং-এর হুঁশিয়ারি দিয়েছিলেন, ভবিষ্যতে উত্তর ২৪ পরগনার অনেক পুরসভাই বিজেপির দখলে চলে আসবে।